Sunday, May 19

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের কাতল

কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজশাহী নগরীর সাহেববাজারে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে।  জেলার গোদাগাড়ী উপজেলার পদ্মা নদী থেকে মাছটি ধরেন স্থানীয় জেলেরা।
শনিবার সকালে মাছটি বিক্রি করতে আসেন এক জেলে। ওই সময় বাজারে মাছটিকে ঘিরে ক্রেতাসহ উৎসুক জনতার ভিড় জমে।
জানা গেছে, মাছবাজারে কাতল মাছটি নিয়ে আসেন তজিমউদ্দিন নামে গোদাগাড়ীর এক জেলে। কেজিপ্রতি এক হাজার টাকা দরে বিক্রির জন্য হাঁকা হয়। ওই সময় মাছটিকে ঘিরে ক্রেতাসহ উৎসুক জনতার ভিড় জমে।
একপর্যায়ে ছয়জন ক্রেতা কেজিপ্রতি ৯০০ টাকা হাঁকেন। তার পরও তিনি মাছটি বিক্রি করেননি। পরে ৯৮০ টাকা কেজিতে মাছটি বিক্রি করেন ওই মাছবিক্রেতা।
সাহেব বাজারের মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, শনিবার ৩০ কেজি ওজনের মাছটি বাজারে আসে। এমন বড় মাছ পাওয়া গেলে সাধারণত ঢাকায় চলে যায়। তবে মাঝে মধ্যে জেলেরা আমাদের এখানেও রুই, কাতল, বোয়াল, বাগাড়সহ বড় কার্পজাতীয় মাছ নিয়ে আসেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়