Friday, May 31

নতুন অপারেটিং সিস্টেম আনছে মাইক্রোসফট!

নিউজ ডেস্ক:

বর্তমান বাজারে অনেকগুলো অপারেটিং সিস্টেম রয়েছে। কিন্তু বলা যায় শুরুর দিক থেকেই এ জগতে মাইক্রোসফট তার আধিপত্য ধরে রেখেছে। সেটা আরো মজবুত করতে নতুন একটি অপারেটিং সিস্টেম আনছে প্রতিষ্ঠানটি।

মার্কিন জায়ান্ট মাইক্রোসফটের এক কর্মকর্তা তাইওয়ানের তাইপে শহরে চলমান কম্পিউটেক্সে আয়োজনে এমন ইঙ্গিত দেন। তবে নতুন অপারেটিং সিস্টেমটির নাম কি হতে পারে এবং কবে নাগাদ আসতে পারে সে বিষয়ে কিছু বলেননি।
সংবাদ মাধ্যম এনগ্যাজেট তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রতিষ্ঠানটি এখনো নতুন ওএসের বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক মন্তব্য না করলেও গুঞ্জন উঠেছে তারা উইন্ডোজ লাইট অপারেটিং সিস্টেম আনতে যাচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটির পাইপলাইনে কি রয়েছে সেটি দেখার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়