Thursday, May 23

জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক:

স্বাস্থ্য পরীক্ষা করাতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় লন্ডন থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছান তিনি।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
জার্মানি সফরের সময় রাষ্ট্রপতি ফ্রাঙ্কফুর্টের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন। হোটেল লবিতে অপেক্ষারত আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এখানে রাষ্ট্রপতির সঙ্গে জার্মানিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতারা সাক্ষাৎ করবেন।
বৃহস্পতিবার গিজেন বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৫ মে (বুধবার) লন্ডন এসেছিলেন। এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) রাষ্ট্রপতিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আগামী ২৬ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়