Tuesday, April 23

যেসব কারণে প্রতিদিন বই পড়া উচিত

কানাইঘাট নিউজ ডেস্ক:

অবসরে কী করেন? এমন প্রশ্নের জবাবে সত্যিকার ‘বই পড়ুয়া’ খুঁজে পাওয়া দুষ্কর। আগের মতো বই পড়ার রীতি কমে গেছে অনেকাংশই। তবে যারা নিয়মিত বই পড়েন, প্রতিনিয়তই নতুন দরজার খোঁজ পাচ্ছেন। এছাড়া আরো বেশ কিছু সুবিধা রয়েছে, জেনে নিন-

* বই মানেই নতুনকে জানা। নতুন জগতে অনুপ্রবেশ করতে বইয়ের চেয়ে ভালো বিকল্প নেই। একটা বই উল্টালেই নতুন জীবন, গল্পের চরিত্রে নিজেকে ভাবা, বইয়ের অলিগলিতে উঁকিঝুঁকি দেয়া যায়। শহরে বসে এক প্রত্যন্ত অঞ্চলের পিঠার স্বাদ পাওয়া, সাধারণ একটা জীবনযাপন করেও প্রচণ্ড অ্যাডভেঞ্চার-এর জগতে ঘুরে আসা যায় শুধুমাত্র বইয়ের মাধ্যমেই।
* বইয়ের ভেতরে ঢুকলেই বের হওয়া বেশ কঠিন। বই পড়া শেষ হলেও পড়ে শেষ করা চরিত্র নিয়ে বেশ ভাবায়। গল্পের মূল চরিত্রে অথবা সবচেয়ে সাহসী, মজাদার চরিত্রে নিজেকে ভেবে আনন্দ নেয়ার মজাটার সাথে কি আর কিছুর তুলনা হয়?
* ভ্রমণে আনন্দ বাড়ায় বই। একা ভ্রমণে করার সময় বই-ই হতে পারে আপনার সবচেয়ে ভালো বন্ধু। একটা ভাল বই খুব সহজেই আপনাকে উপহার দিবে সুন্দর কিছু সময়, দীর্ঘ ভ্রমণের ক্লান্তিও কেটে যাবে বিরক্তিও।
* বই পড়েও নানা ধরণের অভিজ্ঞতা অর্জন করা যায়। বিভিন্ন ধরনের বই পড়ে আমরা লেখকের ব্যক্তিগত অথবা দেখা ঘটনা সম্পর্কে জানতে পারি এবং অভিজ্ঞতা নিতে পারি। এসব কারণে বই পড়া মানুষকে সুন্দর সব কল্পনা করতে শেখায়, ভাবতে শেখায় আশেপাশের মানুষ এবং ঘটনা নিয়ে। যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে।
* আড্ডায় বসলে দেখা যায় যে বেশি গল্প বলতে পারে, বাস্তব উদাহরণ দিতে পারে তার কদরের শেষ নেই। কোন সময় কী হয়েছিল, ভবিষ্যতে কি হবে আর বর্তমানে খেলার জগৎ, সিনেমা, পোশাক সবকিছু সম্পর্কেই আপ টু ডেট রাখতে সাহায্য করবে বই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়