Monday, October 22

তফসিলের আগে সংলাপের দাবি অযৌক্তিক ও অপ্রয়োজনীয়: কাদের

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। কারণ দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে আলোচনা করতে হবে। সোমবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে। অর্থাৎ হাতে তেমন সময় নেই। তাছাড়া নির্বাচনের জন্য শান্তিপূর্ণ যে পরিবেশ দরকার, তাও বিরাজমান। এই শান্ত পরিবেশে সংলাপ বাড়তি ঝামেলা। এ ঝামেলা সৃষ্টির প্রয়োজন নেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়