Monday, October 1

কানাইঘাটে এক ব্যক্তির রহস্য জনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ফাগু গ্রামে আব্দুন নূর (৪৭) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। কানাইঘাট থানা পুলিশ আব্দুন নূরের লাশ আজ সোমবার বিকেলের দিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাগু গ্রামের মৃত ইজ্জত উল্লাহর পুত্র গত রবিবার রাত ১২ টার দিকে তার নিজ বসত ঘরে একই গ্রামের রহিম উদ্দিনের পুত্র বাচ্চু মিয়া (৩২) সহ গ্রামের কয়েকজন কে নিয়ে বসে রাত ২টা পর্যন্ত আড্ডা দেয়। একপর্যায়ে সেখান থেকে উঠে বাচ্চু মিয়া আব্দুন নূর কে সাথে নিয়ে তার বাড়ির দিকে যায়। বাচ্চু মিয়ার বাড়ির পাশে যাওয়া মাত্র আব্দুন নূর শোর চিৎকার করে  রাস্তার পাশে পড়ে গেলে সেখানে উপস্থিত হয়ে আব্দুন নূরের চাচাতো ভাই আব্দুস শুকুর ও বাচ্চু মিয়া সহ কয়েকজন আব্দুন নূর কে উদ্ধার করে জীবিত অবস্থায় বাচ্চু মিয়ার বসত বাড়িতে নিয়ে যান। আজ সোমবার সকাল ১১টায় আব্দুন নূরের লাশ বাচ্চু মিয়ার খাটের উপর শুয়া অবস্থায় পাওয়ায় যায় বলে তার স্বজনরা জানিয়েছেন। আব্দুন নূরের ভাগ্না সুলেমান ও মামাতো ভাই বিলাল উদ্দিন জানিয়েছেন নূরের সাথে এলাকার অনেকের বিরোধ রয়েছে। এছাড়া স্ত্রীর সাথে তার মামলা মোকদ্দমা রয়েছে। তাদের দাবী লাশের গোপনাঙ্গ সহ শরীরের কিছু জায়গায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। আব্দুন নূর কে হত্যা করা হয়েছে বলে তারা মনে করেন। লাশ উদ্ধারকারী থানার এসআই হুমায়ুন কবির জানিয়েছেন, আব্দুন নূরের স্বাভাবিক মৃত্যু হয়েছে কি না অথবা তাকে কেউ হত্যা করেছে তা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। 

কানাইঘাট নিউজ ডটকম/০১ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়