Thursday, September 20

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে কানাইঘাট আ.লীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধানকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০ লাখ টাকা অনুদান প্রদান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা সমাবেশ করেছেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।

বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর একটি অভিযাত রেস্টুরেন্টের হল রুমে উক্ত কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোঃ আসাদ উদ্দীনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট
মিসবাহ উদ্দিন সিরাজ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দীন মানিক, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধূরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, মাসুদ আহমদ, ফারুক চৌধূরী, এডভোকেট মামুন রশীদ, এডভোকেট আব্দুস সাত্তার, ফখর উদ্দীন শামীম, রিংকু চক্রবর্তী,যুক্তরাজ্য ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সারওয়ার কবির । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাছবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুন নুর,কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইয়াহইয়া,সাইফুল
আলম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, এবাদুর রহমান মোজাই,সাবেক ছাত্রনেতা আজির উদ্দিন, মিলন কান্তি দাস, মহানগর ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক তারেক হাসান,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি  হারুন রশীদ,মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,শ্রমিক লীগ নেতা জুনেদ হাসান জীবান , আলমগীর কবির,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সারওয়ার মাহমুদ, আবসার আলম, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নুল আবেদীন ।



কানাইঘাট পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি এম আফতাব উদ্দীন ,যুগ্ন-সম্পাদক আফজল হোসেন মিজান সহ সিলেট জেলা মহানগর এবং উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

কৃতজ্ঞতা সমাবেশ নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার মত কর্মীদের মূল্যায়ন করতে জানেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে কর্মীদের মূল্যায়ন করতেন শেখ হাসিনাও সেভাবে করছেন। বক্তারা আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুণরায় শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করার আহবান জানান।

কানাইঘাট নিউজ ডটকম/২০সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

1 comment:

  1. এভাবে শুধু নেতাদের নয়, যারাই আর্থিক অস্বচ্চলতায় ভুগছে তাঁদের চিকিৎসায়ও চাই প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান।
    ~~~~~~~~~ *ব্লগার নায়েক মাহবুব

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়