Thursday, September 27

হঠাৎ করে কেন নিরামিষভোজী হলেন তামান্না?

কানাইঘাট নিউজ ডেস্ক:

জনপ্রিয় তামিল অভিনেত্রী তামান্না ভাটিয়া মাছ-মাংস খেতে পছন্দ করলেও এখন তিনি আমিষ ছেড়েছেন। হঠাৎ করে কেন নিরামিষভোজী হলেন এই সুন্দরী? 

তামান্না বলেছেন, এ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তাঁর পাঁচ বছরের আদুরে পোষা কুকুর পেবলস!

তামান্নার আদুরে কুকুরটি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এমনিতেই তিনি প্রাণীপ্রিয়। কিন্তু পেবলসের অসুস্থতা তাঁকে প্রাণীর প্রতি আরো সদয় হওয়ার শিক্ষা দিয়েছে। এ জন্যই তিনি আমিষ ছেড়েছেন।

‘নিরামিষ জীবনধারা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। যা হোক, গত মাসে আমি সচেতনভাবেই সিদ্ধান্ত নিয়েছি। পেবলস সত্যিই খুব অসুস্থ হয়ে পড়েছিল, মারাত্মক পক্ষাঘাতে ভুগেছে সে।’

এই অভিনেত্রী বলেন, ‘পেবলস শুধু পোষা প্রাণীই নয়, সে পরিবারের একজন সদস্য। আমি তার সঙ্গে খুব ঘনিষ্ঠ। তাকে এ অবস্থায় দেখে প্রতিজ্ঞা করেছিলাম, এমন কিছু ত্যাগ করতে হবে, যা আমি ভালোবাসি আর সে ক্ষতিপূরণও পায়। এটা আমার সচেতন উৎসর্গ। আশা করি, আমি সবুজ বিশ্বে পৌঁছে গেছি।’

তামান্না ভাটিয়া বলেন, আমিষ খাবার ত্যাগ করা খুবই কঠিন। তিনি মাংসপ্রিয় সাধারণ সিন্ধি পরিবার থেকে বেড়ে উঠেছেন। তাই আমিষ ছাড়তে কষ্ট তো হবেই। তবু তামান্না মনে করেন, এটা নির্ভর করে ইচ্ছাশক্তির ওপর। আর খাওয়া না-খাওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ।

বলিউডে জনপ্রিয় হতে চলা নিরামিষ-প্রচারাভিযানে অংশ নিচ্ছেন তামান্না!

সূত্র : ইন্ডিয়া টিভি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক