Friday, August 17

সাজাপ্রাপ্ত আসামী মইনুলকে গ্রেফতার করে আলোচনায় এএসআই শফিকুল

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৩বছর পলাতক থাকার পর ২টি চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত সহ ৬টি মামলার আসামী কানাইঘাট বাজারের সাবেক ব্যবসায়ী ময়নুল হক (৪৫) এর শেষ পর্যন্ত রেহাই হলোনা। নিজ বাড়ী কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রাম থেকে ৪টি চেক ডিজঅনার মামলায় পৃথক ৯ মাসের সাজা আরো ২টি চেক ডিজঅনার মামলার ওয়ারেন্ট থাকায় মইনুল হক গ্রেফতার এড়াতে ৩ বছর পূর্বে এলাকা ছেড়ে সিলেট শহরে আত্মগোপনে ছিলেন। থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম সাজাপ্রাপ্ত আসামী মইনুল হক কে গ্রেফতার করার জন্য প্রায় ২ মাস ধরে বিভিন্ন স্থানে  অভিযানের পাশাপাশি সোর্স নিয়োগ করেন। বিশ্বস্থ সূত্রে এএসআই শফিকুল ইসলাম জানতে পারেন ৪টি মামলার সাজাপ্রাপ্ত আসামী মইনুল হক সিলেট শহরের সোবহানীঘাট এলাকায় আত্মগোপনে রয়েছেন, এমন সংবাদের ভিত্তিতে গত বুধবার কোতোয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় সোবহানীঘাট সবজির আড়ৎ থেকে মইনুল হক কে গ্রেফতার করতে সক্ষম হন।

প্রসঙ্গত যে, এএসআই শফিকুল ইসলাম প্রায় আড়াই মাস পূর্বে মৌলভীবাজার জেলার রাজনগর থানা থেকে বদলী হয়ে কানাইঘাট থানায় যোগদান করেন। রাজনগর থানায় কর্মরত থাকাকালীন সময় এএসআই শফিকুল ইসলাম সেই এলাকার অনেক কুখ্যাত ডাকাত, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার দুধর্ষ আসামীদের গ্রেফতার করেন। কানাইঘাট থানায় যোগদান করার পর শফিকুল ইসলাম গ্রেপ্তারী পরোয়ানা মামলার অনেক আসামীদের গ্রেফতার করেছেন। 

কানাইঘাট নিউজ ডটকম/১৭আগস্ট ২০১৮ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়