Sunday, January 14

কানাইঘাটে সুরমা নদীতে তলিয়ে যাওয়া শিশু রাজের খোঁজ মিলেনি


নিজস্ব প্রতিবেদক: গত শনিবার বিকেল ২টার দিকে কানাইঘাট বাজার কামারপট্টি সংলগ্ন সুরমা নদীতে গোসল করতে গিয়ে পৌরসভাস্থ ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শিশু রিমন দাস রাজ (১১) নিখোঁজের ২দিন পরও কোন সন্ধান মিলেনি তার। গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন গ্রামের মৃত রবিন্দ্র দাসের ছেলে রাজের জন্মের ৫ মাস বয়সে তার বাবা মারা গেলে মা লিলি রানী দাসের সাথে মামার বাড়ি কানাইঘাট রাজারস্থ কামারপট্টি বাসায় বসবাস করত সে। পারিবারিক সুত্রে জানা যায়, গত শনিবার স্কুল ছুটির পর বাসায় এসে বই রেখে দুই সহপাটির সাথে সুরমা নদীতে গোসল করতে যায় রাজ। সাতাঁর না জানায় রাজ নদীতে নামতেই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক আত্মীয় স্বজনরা ঘটনাস্থল সুরমা নদীতে তল্লাশি চালিয়ে তার কোন সন্ধান পান নি। শনিবার রাতেই বিষয়টি ফায়ার সার্ভিস সিলেটকে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার বিকেল ৩টা থেকে নদীতে অভিযান চালালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজের কোন সন্ধান পায়নি তারা। এ সময় সুরমা নদীর উভয় পাড়ে শত শত উৎসুক জনতা ভীড় করতে দেখা যায়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ সুরমা নদীর ঘাটে উপস্থিত ছিলেন। শিশু রাজের মা লিলি দাসের বুকফাটা আর্তনাদ করতে দেখা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়