Saturday, August 5

কানাইঘাট সাতবাঁক ইউপির বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৪নং সাতবাঁক ইউপির বিভিন্ন ধর্মীয় মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ২টায় সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ তাঁর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পীরে কামিল মাও. আব্দুর রহিম চরিপাড়ী জামে মসজিদ, জয়পুর উত্তর জামে মসজিদ, নয়ামাটি জামে মসজিদ, কুওরেরমাটি জামে মসজিদ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের হাতে পাতাকুঁড়ি কোম্পানীর সৌর বিদ্যুতের সোলার প্যানেল বিনামূল্যে তুলে দেন। ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ জানিয়েছেন, ইতিমধ্যে তার ইউপির সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে সৌর প্যানেল বিতরণ করা হয়েছে। ভবানীগঞ্জ বাজারের সৌর বিদ্যুতের মাধ্যমে সড়ক বাতি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ইউপির গুরুত্বপূর্ণ সকল স্থানে সৌর সড়ক বাতি স্থাপন করা হবে। এছাড়া গতকাল শনিবার পরিষদের মাসিক সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ ইউপির বিভিন্ন স্থানে চলমান কোটি টাকার উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নের জন্য ইউপি সদস্যদের প্রতি অনুরোধ করেন। সোলার প্যানেল বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুন নুর, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সমাজসেবী ফখরুজ্জামান, পাতাকুঁড়ি সোলার প্যানেলের কানাইঘাট এরিয়া ম্যানেজার আসাদুল ইসলাম, ইউপি সদস্য ছাব্বির আহমদ, জাহাঙ্গীর শামীম কামরুল, ফারুক আহমদ, রইছ উদ্দিন, নজরুল ইসরাম, শায়িক আহমদ, হেলাল উদ্দিন মামুন, সাংবাদিক আলা উদ্দিন আলাই, মুমিন রশিদ, মাহফুজ সিদ্দিকী, জালাল আহমদ জনি প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়