Tuesday, July 18

মৎস্য সপ্তাহের প্রথম দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ এই স্লোগান সামনে নিয়ে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচীর প্রথম দিনে কানাইঘাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে কানাইঘাট উপজেলা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা স্থানীয় সাংবাদিকদের উদ্যেশে বলেন বিশেষ করে সিলেটের কানাইঘাট উপজেলাকে মৎস্য সম্পদে ভরপুর করার লক্ষ্যে আমরা নানা উদ্যেগ গ্রহন করেছি। এবং জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় সড়ক র‌্যালি সহ উদ্বোধনী অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হবে, দুপুর ১২ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হবে এতে প্রধান অতিথি হিসাবে সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ও বিকাল ২টায় ৩নং দিঘীরপাড় ইউপিতে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। শুক্রবার সকাল ১০ টায় বোবা হাওর, বড় হাওর, নখলার খালে মৎস্য আইন বাস্তবায়ন ও বিকাল ৪ টায় বিভিন্ন হাট বাজারে ফরমালিন বিরোধী অভিযান অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০ টায় রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়, বেলা ১টায় কানাইঘাট কলেজ, বিকাল ২টায় কানাইঘাট পাবলিক হাই স্কুলে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। রবিবার বিকাল আড়াই টায় উপজেলাস্থ কানাইঘাট বাজার, চতুল বাজার, সড়কের বাজার সহ জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও চিত্র প্রদর্শন করা হবে এবং শেষ দিন সোমবার সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে পুরুষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ মাসুম, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, সুচনা প্রকল্পের কো-অডিনেটর শেখ ফরিদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য আব্দুন নুর, সবুজ সিলেট প্রতিনিধি আমিনুল ইসলাম, জালালাবাদ প্রতিনিধি শাহীন আহমদ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলা উদ্দিন আলাই, সিলেট সুরমা প্রতিনিধি মাহফুজ সিদ্দিকী, মানচিত্র প্রতিনিধি আহমেদুল কবির মান্না, যুগভেরী প্রতিনিধি সুজন চন্দ অনুপ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়