Friday, July 14

লন্ডনে দেড় ঘন্টায় ৫ জায়গায় এসিড হামলা

লন্ডনে দেড় ঘন্টায় ৫ জায়গায় এসিড হামলা
কানাইঘাট নিউজ ডেস্ক: মাত্র ৯০ মিনিটে পাঁচটি এসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে উত্তর-পূর্ব লন্ডনে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়,  ৩২ বছরের এক ব্যক্তি স্কুটিতে করে হ্যাকনি রোড দিয়ে যাচ্ছিলেন। পাশে অন্য একটি স্কুটিতে থাকা দুই ব্যক্তির একজন তার দিকে এসিড ছুঁড়ে মারে। “ওই ব্যক্তির মুখমণ্ডল মারাত্মক ভাবে ঝলসে গেছে। দুই হামলাকারীর একজন আহত ব্যক্তির স্কুটিটি চুরি করে পালিয়ে যায়।”

ইসলিংটনে রাত ১০টা ৪৯ মিনিটে আরও এক ব্যক্তির এসিড হামলার শিকার হওয়ার খবর পাওয়া যায়। স্কুটিতে থাকা দুই ব্যক্তি ওই লোকে মুখে এসিড ছোড়ে বলে জানায় পুলিশ।

রাত ১১টা ০৫ মিনিটে শোরেডিটচ হাই স্ট্রিটে স্কুটিতে থাকা দুই ব্যক্তি আরও এক ব্যক্তির মুখে এসিড ছোড়ে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার আঘাত মারাত্মক নয় বলে জানিয়েছে পুলিশ।

রাত ১১টা ২৩ মিনিটে স্টোক নিউইংটনের কাজেনভ রোডে ডাকাতির খবর পায় পুলিশ। সেখানেও এসিড ছোড়া হয়েছিল বলে জানান অভিযোগকারী।
পুলিশ সেখানে গিয়ে আহত এক ব্যক্তিকে খুঁজে পায়। যার মুখে এসিড ছোড়া হয়েছে।

পঞ্চম ঘটনাটি ঘটে ক্লাপটনের চেটসওর্থ রোডে। রাত ১১টা ৩৭ মিনিটে স্কুটি নিয়ে এক ব্যক্তি ট্রাফিক সিগনালে অপেক্ষা করছিলেন। পাশে আরেকটি স্কুটিতে থাকা দুই ব্যক্তি তার মুখে এসিড ছোড়ে এবং স্কুটি চুরি করে পালিয়ে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়