Thursday, June 1

কানাইঘাটের মনিপুর গ্রামে চলছে অবৈধ ভাবে পাথর উত্তোলনের মহোৎসব


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নের পাহাড় ও টিলা বেষ্টিত মনিপুর গ্রাম থেকে একটি প্রভাবশালী পাথর খেকো চক্র নির্বিচারে টিলা কেটে পাথর উত্তোলন করছে। মনিপুর গ্রামটি টিলা বেষ্টিত হওয়ায় পাথর খেকো চক্র গ্রামের অসহায় লোকজনদের অর্থের লোভ দেখিয়ে পাহাড়, টিলা ও বাড়ী ঘরের আঙ্গিনা সহ টিলার গাছপালা কেটে সরকারী ও এনিমির জায়গা থেকে গভীর গর্ত করে সম্পুর্ণ অবৈধ ভাবে পাথর উত্তোলন করছে। এতে করে ভুমিকম্প হলে টিলা ধসে পড়ে বড় ধরনের প্রাণহানীর আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী। এলাকার সচেতন মহল টিলা ও বাড়ী ঘরের আঙ্গিনা থেকে গভীর গর্ত করে পাথর উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, মনিপুর গ্রামের মৃত হবিব আলীর পুত্র নুর উদ্দিন (৫০), মৃত তৈয়ব আলীর পুত্র আব্দুল মুছব্বির (৬০), আব্দুল হাফিজ (৫৫), আব্দুস সুবুর (৫০), কৃষ্ণ সুত্রধরের পুত্র যুবরাজ সুত্রধর (৩২), রমন রায়ের পুত্র যুগেন্দ্র রায় (৬৫), লক্ষণ রায়ের পুত্র সুবোধ রায় (৩৫), মৃত আবু ছিদ্দেকের পুত্র বিলাল আহমদ (৫০), আজির উদ্দিনের পুত্র শরিফ উদ্দিন (৬০), মৃত আব্দুল আজিজের পুত্র ফারুক আহমদ (৬০), ফয়জুল হকের পুত্র জামাল আহমদ (৩০), মঈন উদ্দিনের পুত্র আব্দুর রহমান (৪৫), মৃত সজ্জাদুর রহমানের পুত্র বশির আহমদ (৪০), আনোয়ার হোসেনের পুত্র শরিফ উদ্দিন (৪২), এবং একই ইউনিয়নের সাউদ গ্রামের সুলেমান আহমদ (৪৫), জাহাঙ্গির আলম (৪২), মাতাব উদ্দিন মাতাই (৪৫) ও কান্দলা গ্রামের শফিকুর রহমান মেনন (৪৫) গংরা অবৈধ ভাবে পাথর উত্তোলন করছেন। তাদের দেখাদেখিতে অর্থের লোভে পড়ে গ্রামের আরো অনেকে তাদের বাড়ীর আঙ্গিনা ও টিলা কেটে পাথর উত্তোলন শুরু করেছে। প্রশাসনের কর্মকর্তারা অবৈধ ভাবে পাথর উত্তোলন
কারীদের বিরুদ্ধে অধ্যাবদি পর্যন্ত কোন ধরনের আইনানোগ ব্যবস্থা এবং সরেজমিনে গঠনাস্থল পরিদর্শন না করায় পাথর খেকোরা আইন কানুনের কোন তোয়াক্কা করছেন না। এভাবে টিলা ও বাড়ীর আঙ্গিনা থেকে পাথর উত্তোলন অব্যাহত থাকলে মনিপুর গ্রামের বড় অংশটি ধংশে পরিনত হবে বলে পরিবেশবিদ ও এলাকার সচেতন মহল মনে করেন। মনিপুর গ্রাম থেকে পাথর উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানোগ গ্রহন করতে এ ব্যাপারে সরকারের সংলিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়