Sunday, June 11

মঙ্গলবার সুইডেনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

 মঙ্গলবার সুইডেনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
কানাইঘাট নিউজ ডেস্ক: সরকারি সফরে আগামী মঙ্গলবার সুইডেনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে  ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল শেখ হাসিনার সাথে এই সফরে যাচ্ছে বলে জানা গেছে।

আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

যাত্রার মাঝ পথে লন্ডনে নেমে বিটেনের সংসদ সদস্য পদে সদ্য পুনর্নির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুদিনের সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গেও দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

সফর শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে স্টকহোম ছাড়বেন প্রধানমন্ত্রী। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়