কানাইঘাট নিউজ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম তিনটি আসরে শাহরুখ খানের দল
কলকাতা নাইট রাইডার্সের (কেকেকে) পারফরম্যান্স একেবারেই আহামরি ছিল না।
প্রথম তিন আসরের কোনোটিতেই নক আউট পর্বে পৌঁছতে পারেনি কেকেআর। সাফল্য পেতে
মরিয়া কেকেআর ২০১১ সালে দলে বড় ধরণের পরিবর্তন আনে। সেই বার নিলামে ৪০
কোটি রুপি খরচ করে ১২ জন নতুন ক্রিকেটারকে তুলে নিয়েছিল কলকাতা নাইট
রাইডার্স। এর পর থেকে অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদেরকে। দুই দুইবার
চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে।
কলকাতা দলটির নতুন বৈশিষ্ট্যই এটা- কর্তারা নামের পিছনে না ছুটে কার্যকারিতার দিকে নজর দিয়েছেন। অর্থাৎ যে ক্রিকেটারকে দলে নিলে কাজ হবে বেশি। বলা চলে তারকা প্রথার অবসান ঘটিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাই বলে যে কর্তারা টাকা খরচে বিমুখ তা কিন্তু বলা যাবে না। দলে নিলে যারা সেরার সেরাটা তুলে ধরবেন, তাদের প্রচুর অর্থ খরচ করে তুলে নিয়েছে নাইট রাইডার্স।
জেনে নেয়া যাক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাঁচ দামী ক্রিকেটার সম্পর্কে-
(১) গৌতম গম্ভীর, দাম ১১.৪ কোটি
২০১১-য় গৌতম গম্ভীরকে ছেড়ে দেয় দিল্লি ডেয়ারডেভিলস। ১১.৪ কোটি টাকা খরচ করে গম্ভীরকে কিনে নেয় শাহরুখের দল। গম্ভীর কেকেআর-এ আসায় হাসি ফোটে কলকাতার মুখে। গম্ভীরের নেতৃত্বেই দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয় নাইটরা।
(২) ইউসুফ পাঠান, দাম ৯.৭ কোটি
২০০৮-এ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। পাঠানের দারুণ সাফল্যের পরও ছেড়ে দিয়েছিল রাজস্থান। সুবিধাটা নেয় কলকাতা। ৯.৭ কোটি রুপি খরচ করে ইউসুফকে তুলে নেয় কেকেআর।
(৩) জাক ক্যালিস, দাম ৫.৫ কোটি
২০১১-য় ৫.৫ কোটি টাকা খরচ করে ক্যালিসকে কেনে নাইটরাইডার্স। ২০১২-য় প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় শাহরুখের দল।
(৪) রবিন উত্থাপ্পা, দাম ৫ কোটি
২০১৪-য় উত্থাপ্পাকে ৫ কোটি টাকার বিনিময়ে কেনে কলকাতা। সেবার দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় কেকেআর।
(৫) ব্রেন্ডন ম্যাকালাম, দাম ৪.৭ কোটি
প্রথম বারের আইপিএলের প্রথম ম্যাচেই ১৫৮ রান করেছিলেন ম্যাকালাম। তার পরের দু’ মরশুমে দু’টি হাফ সেঞ্চুরি ছাড়া কিছুই আসেনি তার ব্যাট থেকে। তৃতীয় মরশুমের পরে তাকে ছেড়ে দেয়া হয়। ২০১২-র নিলামে তাকে ফের নেয় নাইটরা। তাকে পেতে ৪.৭ কোটি রুপি খরচ করে কলকাতা। কিন্তু ষষ্ঠ মরশুমে আবারো ছেড়ে দেয়া হয় ম্যাকালামকে।
কলকাতা দলটির নতুন বৈশিষ্ট্যই এটা- কর্তারা নামের পিছনে না ছুটে কার্যকারিতার দিকে নজর দিয়েছেন। অর্থাৎ যে ক্রিকেটারকে দলে নিলে কাজ হবে বেশি। বলা চলে তারকা প্রথার অবসান ঘটিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাই বলে যে কর্তারা টাকা খরচে বিমুখ তা কিন্তু বলা যাবে না। দলে নিলে যারা সেরার সেরাটা তুলে ধরবেন, তাদের প্রচুর অর্থ খরচ করে তুলে নিয়েছে নাইট রাইডার্স।
জেনে নেয়া যাক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাঁচ দামী ক্রিকেটার সম্পর্কে-
(১) গৌতম গম্ভীর, দাম ১১.৪ কোটি
২০১১-য় গৌতম গম্ভীরকে ছেড়ে দেয় দিল্লি ডেয়ারডেভিলস। ১১.৪ কোটি টাকা খরচ করে গম্ভীরকে কিনে নেয় শাহরুখের দল। গম্ভীর কেকেআর-এ আসায় হাসি ফোটে কলকাতার মুখে। গম্ভীরের নেতৃত্বেই দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয় নাইটরা।
(২) ইউসুফ পাঠান, দাম ৯.৭ কোটি
২০০৮-এ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। পাঠানের দারুণ সাফল্যের পরও ছেড়ে দিয়েছিল রাজস্থান। সুবিধাটা নেয় কলকাতা। ৯.৭ কোটি রুপি খরচ করে ইউসুফকে তুলে নেয় কেকেআর।
(৩) জাক ক্যালিস, দাম ৫.৫ কোটি
২০১১-য় ৫.৫ কোটি টাকা খরচ করে ক্যালিসকে কেনে নাইটরাইডার্স। ২০১২-য় প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় শাহরুখের দল।
(৪) রবিন উত্থাপ্পা, দাম ৫ কোটি
২০১৪-য় উত্থাপ্পাকে ৫ কোটি টাকার বিনিময়ে কেনে কলকাতা। সেবার দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় কেকেআর।
(৫) ব্রেন্ডন ম্যাকালাম, দাম ৪.৭ কোটি
প্রথম বারের আইপিএলের প্রথম ম্যাচেই ১৫৮ রান করেছিলেন ম্যাকালাম। তার পরের দু’ মরশুমে দু’টি হাফ সেঞ্চুরি ছাড়া কিছুই আসেনি তার ব্যাট থেকে। তৃতীয় মরশুমের পরে তাকে ছেড়ে দেয়া হয়। ২০১২-র নিলামে তাকে ফের নেয় নাইটরা। তাকে পেতে ৪.৭ কোটি রুপি খরচ করে কলকাতা। কিন্তু ষষ্ঠ মরশুমে আবারো ছেড়ে দেয়া হয় ম্যাকালামকে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়