Monday, January 23

স্মৃতিসৌধে ঘুরে বেড়াচ্ছেন নার্গিস আক্তার খাদিজা


কানাইঘাট নিউজ ডেস্ক: অনেকটাই সুস্থতার পথে জীবনযুদ্ধে হার না মানা নার্গিস আক্তার খাদিজা। সিলেটে নৃশংসতার শিকার হওয়ার পর, মুমূর্ষু অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় কলেজছাত্রী খাদিজাকে। সেখানে তিন দফা অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হলেও খাদিজা শরীরের বাঁ পাশে স্বাভাবিক সাড়া পাচ্ছিলেন না। এ কারণে ২৮ নভেম্বর থেকে সাভারের সিআরপিতে নেয়া হয়। সিআরপিতে দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি নিতে থাকা খাদিজা আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ। স্বাভাবিকভাবে কথা বলছেন আত্মীয়-স্বজন ও চিকিৎসদের সাথে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে প্রতিদিন সিআরপি প্রাঙ্গণে বিকেলে তিনি হাঁটতে বের হন। সিআরপির গন্ডি পেরিয়ে সোমবার (২৩ জানুয়ারি) ঢাকার সাভার স্মৃতিসৌধে ঘুরে বেড়াতে দেখা গেছে। হাস্যোজ্জ্বল খাদিজা ঘুরে বেড়িয়েছেন ভাই শাহিনের সাথে। শাহিন বিদেশ থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়ালেখা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। ফেরার পর থেকেই তিনি খাদিজাকে সময় দিচ্ছেন, তাকে মানসিকভাবে শক্তি যুগিয়ে চলেছেন। সাভার স্মৃতিসৌধে ঘুরে বেড়ানোর পাশাপাশি বোনকে নিয়ে মোবাইলে সেলফি তুলে আপলোড করেছেন ফেসবুকে। খাদিজা পুরোপুরি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা খাদিজার স্বজনদের। সেজন্য সৃষ্টিকর্তার অসীম দয়া আর মানুষের শুভকামনাকেই মূল শক্তি মনে করেন তারা। আগামী ২৬ জানুয়ারি সিলেটে মামলায় সাক্ষ্য দিতে তাকে দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে যান সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক (বহিষ্কৃত) বদরুল আলম। পরে এমসি কলেজছাত্র সৈয়দ জুনেদ সহ অন্য শিক্ষার্থীরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়।
 সূত্র:সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়