কানাইঘাট নিউজ ডেস্ক:
বলিউড সুপারস্টার সালমান খানকে পেছনে ফেললেন হিরো আলম! বিশ্বাস হচ্ছে না! কিন্তু এমন তথ্যই জানাচ্ছে ইয়াহু ইন্ডিয়া। খবর আল্টিমেট ইন্ডিয়ার।
প্রতি বছরের মতো এবারও জরিপ চালিয়েছে ইয়াহু ইন্ডিয়া। সার্চ ইঞ্জিন গুগলে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে।
সেই তালিকায় সালমান খানকে পেছনে ফেলেছেন বগুড়ার ছেলে হিরো আলম। এ বছর সালমান খানের চেয়েও বেশিবার খোঁজা হয়েছে হিরো আলমকে।
আল্টিমেট ইন্ডিয়ার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হিরো আলম। ইউটিউবে প্রকাশ করা তার নিজস্ব ভিডিওগুলোও অনেক জনপ্রিয়।
যেসব ভিডিওর নির্দেশনা দেন আলম। এছাড়া ভিডিওগুলোর মূল চরিত্রে অভিনয় করেন হিরো আলম। নিজেকে হিরো আলম দাবি করার কারণে আলমকে নিয়ে বেশি আলোচনা হয়। বিশেষ করে আলমের চেহারা নিয়ে মানুষ বেশি সমালোচনা বা হাসাহাসি করেন।
কিন্তু তাকে নিয়ে এই হাসাহাসি বা সমালোচনাই তাকে বেশি জনপ্রিয় করে তুলেছে।
হিরো আলমের বাড়ি বগুড়া। তার ডিশের ব্যবসা রয়েছে। ডিশ লাইনে নিজস্ব চ্যানেলে তার ভিডিও প্রচার করেন। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নায়িকাসহ অভিনয় করেন আলম।
স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছেন তিনি। যদিও ভোটে জিততে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার পর বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এবং বিজ্ঞাপনেও দেখা গেছে আলমকে।
Monday, December 19
এ সম্পর্কিত আরও খবর
শখের জন্মদিন: কতটা জানেন অভিনেত্রীর ব্যক্তিজীবন সম্পর্কে? আনিকা কবির শখ। এক সময়ের জনপ্রিয় একজন মডেল ও অভিনেত্রী। একসময় বলার কারণ, তিনি এখন নাটক-বিজ্ঞাপ
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘিমিডিয়ার নানা কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন প্রার্থনা ফারদিন দীঘি। যদিও কাজেও বাইরেও তার ব্
আকস্মিক মৃত্যু থেকে বাঁচার দোয়া মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কে
কানাইঘাটে দেড় শতাধিক কিশোরকে বিনামূল্যে খৎনানিজস্ব প্রতিবেদক:সিলেটের কানাইঘাটে আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদের উদ্যােগে ফ্রি স
নিষিদ্ধ নাটকটিতে যুক্ত হলেন নওশাবা আট বছর আগে তৎকালীন শিল্পকলা একাডেমি প্রশাসনের বাধায় বন্ধ হয়ে যায় তীরন্দাজ নাট্যদলের নাটক ‘কণ্
সম্মান ও মর্যাদা বাড়ে যে-সব কাজে মানুষকে সৃষ্টি করা হয়েছে সম্মানিত করে। তবে এ সম্মান অর্জন ও সংরক্ষণের দায়িত্ব মানুষের। বিশেষ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়