Monday, November 28

'এক সপ্তাহের মধ্যেই খুলে দেয়া হবে শ্যামলীর শিশুমেলা'

'এক সপ্তাহের মধ্যেই খুলে দেয়া হবে শ্যামলীর শিশুমেলা'

কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিজস্ব সম্পত্তি বিনোদন কেন্দ্র ‘শ্যামলী শিশুমেলা’। এটি ভাড়ায় পরিচালিত। তবে ২০০২ সালের পর কর্তৃপক্ষ এর কোনো ভাড়া এমনকি বিদ্যুৎ বিলও দেয়নি, এমন অভিযোগের ভিত্তিতে গত শনিবার সকালে বিনোদন কেন্দ্রটি সিলগালা করে দেয় ডিএনসিসি।

রাজধানীতে শিশুদের জন্য হাতেগোনা যে ক’টি বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম এটি। প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিশুদের এ বিনোদন কেন্দ্রে নিয়ে আসেন অভিভাবকরা। শিশুদের মতো সব বয়সী মানুষের কাছে সমান জনপ্রিয় এ বিনোদন কেন্দ্রটি।

আশার কথা হলো- এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশন এটি খুলে দেবে। শিশু মেলার দুই গেটে বর্তমানে দু’টি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, শিশুমেলাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব সম্পত্তি। অনিবার্য কারণে সাময়িকভাবে পার্কটি বন্ধ করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। নোটিশে আরো বলা হয়েছে- ‘অচিরেই পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।‌’
 
শিশুমেলা আবার কবে চালু করা হবে জানতে চাইলে মেয়র আনিসুল হক বলেন, ‘এক সপ্তাহের মধ্যে শিশুমেলা আবার খুলে দেওয়া হবে। আমরা ইতোমধ্যে নিজেদের মধ্যে মিটিং করেছি। আজও বসবো। কিভাবে চালু করা যায়, শুধু চালু করলেইতো হবে না, এর ব্যবস্থাপনা কিভাবে করা যায়, সব ঠিক করেই চালু করতে হবে।‌’
 
তিনি আরো বলেন, ‘গত ১২ বছর কিভাবে এ বিনোদন কেন্দ্রটি চালানো হলো, আমি ভেবেই পাইনা। একটি টাকাও তারা দেয়নি।’
প্রতিষ্ঠানটি আরও একটু সাজিয়ে গুছিয়ে পরিচালনার চিন্তাভাবনা রয়েছে ডিএনসিসি’স।
 
এদিকে ২৬ নভেম্বর শিশুমেলার গেটে সিলগালা করার পর দেখভালের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আনসার সদস্য এমদাদ হোসেন বলেন, আমরা তিনজন আছি যেন বাইরের কেউ এখানে আসতে না পারে। এখনও পর্যন্ত মালিকপক্ষের কোনো লোক আসেননি। সূত্র: বাংলানিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়