Sunday, October 9

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিশেষ সতর্কতা বিজিবির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিশেষ সতর্কতা বিজিবির
কানাইঘাট নিউজ ডেস্ক: মিয়ানমারের মংডু সীমান্তে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ক্যাম্পে হামলার ঘটনায় দেশটির অনুরোধে সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ।

আবুজার আল জাহিদ জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মংডু পয়েন্টে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন। এ খবর পাওয়ার পর বিজিবি’র পক্ষ থেকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন মিয়ানমারের ওপারে বিজিপি’র ক্যাম্পে সন্ত্রাসী হামলায় কিছু সংখ্যক সদস্য নিহত হয়েছে। এছাড়াও ক্যাম্পে থাকা অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ কারণে সন্ত্রাসীরা যাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য মিয়ানমারের অনুরোধে সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় কযেকজন সীমান্তবাসী জানিয়েছে, গত রাতে মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানতে পারা যায় মিয়ানমারে বিজিপি’র ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। এতে বিজিপি’র কয়েকজন সদস্যকে হত্যা করে লুট করা হয়েছে ক্যাম্পে থাকা আগ্নেয়াস্ত্র।

তারা মনে করেন সীমান্তে বিচ্ছিন্নতাবাদি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা (আরএসও) ওই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়