Sunday, October 2

কানাইঘাটে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: নির্মম পৈশাচিক হত্যাকান্ডের স্বীকার কানাইঘাট পৌর শহরের চয়েস টেইলার্সের মালিক দর্জি ইমরান হোসেনের ঘাতকদের বিশেষ ট্রাইব্যুানাল গঠন করে দ্রুত বিচারের আহবান জানিয়ে রবিবার বিকেল ৩টায় কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুর রহমান ও দেলোয়ার হোসেনের যৌথ পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে দর্জি ইমরান হোসেনের নির্মম হত্যাকান্ডের মামলার আসামী গ্রেফতারকৃত জাহাঙ্গীর আহমদ, মাসুম আহমদ ও সুহাদা বেগম এবং এ হত্যাকান্ডের সাথে জড়িত সুহাদা বেগমের ভাই ইমরান আহমদ সহ খুনী চক্রদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিশেষ ট্রাইব্যুানালে বিচারকাজ সম্পন্ন করে ফাঁসির দাবী জানানো হয়। সেই সাথে এ হত্যাকান্ডের সাথে জড়িত তিন ঘাতককে দ্রুত গ্রেফতার করায় কানাইঘাট থানা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, কানাইঘাটে সম্প্রতি ইমরান হোসেনের হত্যাকান্ডের পর ১০ বছরের শিশু মেয়ে সুলতানাকে গণধর্ষণের পর নির্মম ভাবে হত্যার নিন্দা, খুনীদের শাস্তি সহ যেসব গৃণীত কর্মকান্ড সংঘটিত হচ্ছে তাদের গ্রেফতারের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন, শান্তি সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, জেলা যুবলীগের সদস্য কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হেকিম শামীম, কানাইঘাট পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট পৌরসভার কাউন্সিলার ইসলাম উদ্দিন, আবিদুর রহমান, ইউপি সদস্য শরিফ উদ্দিন, ইউপি সদস্য আইয়ুব আলী, ফজলুর রহমান, উপজেলা শ্রমিকলীগের নির্বাহী সম্পাদক জুনেদ হাসান জীবান, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়