Thursday, September 29

কানাইঘাটে ২ সন্তানের জননীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে গলায় ওড়না পেঁচিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। জানা যায়- কানাইঘাট সদর ইউপির গোসাইনপুর গ্রামের মৃত আব্দুস সালাম মাস্টারের পুত্র শহিদ আহমদ তার স্ত্রী সিরিয়া বেগম ও দুই সন্তানকে নিয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতের খাওয়া শেষে শুয়ে পড়েন। রাত ২টায় ঘুম থেকে উঠে স্বামী শহিদ আহমদ স্ত্রীকে বিছানায় না-দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না-পেয়ে স্ত্রী পার্শ্ববর্তী অন্য একটি কক্ষে শুয়ে আছে মনে করে তিনি আবার ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহিদ আহমদ ও বাড়ির লোকজন সিরিয়া বেগমকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না-পেয়ে কানাইঘাট থানা পুলিশকে খবর দেন। পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ঘরের তীরের সাথে সিরিয়া বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে, সিরিয়া বেগমের মা হাফিজা বেগমের অভিযোগ স্বামী শহিদ আহমদ সিরিয়া বেগমকে নির্যাতন করে হত্যা করে লাশ তীরের সাথে ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। অপরদিকে, সিরিয়া বেগমের স্বামীর বাড়ির লোকজন জানিয়েছেন- সে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক রোগের কারণে সিরিয়া বেগম বেশির ভাগ সময় বাবার বাড়ি থাকত। স্বামীর অগোচরে পাশের রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধারকারী থানার এসআই রবিউল ইসলাম জানিয়েছেন- এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না-তদন্তের রিপোর্টের পর সিরিয়া বেগমের মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়