Wednesday, July 27

অনশন ভাঙবেন ১৬ বছর পর

অনশন ভাঙবেন ১৬ বছর পর

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের মানবাধিকারকর্মী ইরম শর্মিলা ১৬ বছর পর তার অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন। এর সঙ্গে তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও ঘোষণা দেন।

নিজ রাজ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের (আফসপা) বিরোধিতা করে ২০০০ সাল থেকে অনশন শুরু করেন ইরম। এই অহিংস আন্দোলনের শুরু থেকেই তিনি বিচারিক হেফাজতে আছেন। মণিপুরের লৌহমানবী হিসেবে পরিচিত ৪৪ বছর বয়সী শর্মিলা গতকাল মঙ্গলবার রাজ্যের রাজধানী ইম্ফলের হাকিমের আদালতে বলেন, আগামী ৯ আগস্ট অনশন ভাঙবো। আগামী নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। এতদিন একা লড়াই চালিয়েছি। এখন আইনপ্রণেতা হিসেবে এ লড়াই চালিয়ে যেতে চাই। বলা হয়, মণিপুরের একটি বাসস্ট্যান্ডে সেনাদের গুলি করে ১০ জনকে হত্যা করার দৃশ্য দেখার পর থেকে ইরম শর্মিলা খাওয়া বন্ধ করে দেন।

সূত্র : এএফপি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়