বিনোদন ডেস্ক,কানাইঘাট নিউজ: বলিউডের তন্বী চেহারার নায়িকাদের মধ্যে তাঁর নাম সর্বাগ্রে৷ কয়েক বছর আগে তাঁর 'সাইজ জিরো' নিয়ে কম হইচই হয়নি৷ ফলে ধরেই নেওয়া যেতে পারে করিনা কাপুরের মেনু থেকে আইস ক্রিম একেবারেই ব্রাত্য৷ তা এখনকার পরিস্থিতিতে কারিনা আইসক্রিম নাই খেতে পারেন৷ কিন্তু নিজেই বলেছেন, স্কুলে পড়ার সময় দিনের মধ্যে বারকয়েক আইসক্রিম খেতেন তিনি৷ স্কুলে যাওয়ার সময়, আবার স্কুল থেকে বাড়ি ফেরার সময়, রাস্তায় আইসক্রিম ছিল তাঁর 'মাস্ট হ্যাভ'৷
কারিনা বলেন, 'মা বাড়িতে একেবারেই আইসক্রিম খেতে দিতেন না৷ তাই যাওয়া-আসার সময়টুকু সদব্যবহার করতাম৷ আর এতেই আমার পকেটমানি খরচ হয়ে যেত৷'
তাঁর বর সাইফ আলি খানও নাকি আইসক্রিমের ভক্ত বলে জানালেন কারিনা৷ 'অনেক সময় সাইফকে মনে করিয়ে দিতে হয় ও দুটো আইসক্রিম খেয়ে ফেলেছে, তবে ও থামে'- জানালেন বেবো।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়