কানাইঘাট নিউজ ডেস্ক:
লেবুর রয়েছে অনেক গুণ। ভিটামিন সি-এর উৎস এই ফলটি শরীরের পাশাপাশি সুস্থ রাখবে আপনার চুলকেও। জেনে নিন চুলের যত্নে লেবুর ব্যবহার সম্পর্কে।
মরা চামড়া দূর করতে
টুকরা করা লেবু মাথার ত্বকে ঘষুন। ৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি মাথার তালুর মরা চামড়া দূর করবে। পাশাপাশি চুলে নিয়ে আসবে চমৎকার সুগন্ধ।
চুল সিল্কি করতে
একটি পাত্রে ২ টেবিল চামচ নারিকেল তেল নিন। একটি আস্ত লেবুর রস মিশিয়ে তেলটি ফ্রিজে রাখুন। ঠাণ্ডা মিশ্রণটি চুলে লাগিয়ে মোটা দাঁতের চিরুনি দিয়ে আচড়ে নিন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত করলে চুল সিল্কি হবে।
খুশকি দূর করতে
একটি লেবুর রস নিংড়ে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে ও চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। লেবুতে থাকা এসিড প্রাকৃতিকভাবে দূর করবে খুশকি।
তৈলাক্ত চুলের যত্নে
অনেকের চুলের গোঁড়া থেকে অতিরিক্ত তেল নিঃসৃত হয়ে চুলকে তৈলাক্ত করে। এই তেলতেলে ভাব দূর করবে লেবু।
চুলের বৃদ্ধি বাড়াতে
চুলের বৃদ্ধি দ্রুত করে লেবু। নারিকেল তেল, জলপাই তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলে লাগান নিয়মিত। ঝলমলে ভাব বাড়ার পাশাপাশি তাড়াতাড়ি লম্বা হবে চুল।
আগা ফাটা রোধ করতে
লেবুর রস এবং জলপাই তেল একসঙ্গে মিশিয়ে চুলের আগায় লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ৩ সপ্তাহে একবার করে করলে আগা ফাটবে না।
চুল পড়া কমাতে
লেবুর রস, ভিনেগার ও লবণের মিশ্রণ লাগান চুলে। চুল পড়া কমে যাবে।
কন্ডিশনার হিসাবে
লেবুর রস ও নারিকেলের পানি সমপরিমাণ মিশিয়ে ব্যবহার করতে পারেন কন্ডিশনার হিসাবে। প্রাকৃতিকভাবে চুলকে ঝলমলে করবে এ মিশ্রণটি।
Sunday, November 15
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাজ্যে ছেলে শিশুদের নামের ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ যুক্তরাজ্যে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’। দেশটির সরকারি
অসমাপ্ত মেসেজ হারাবে না হোয়াটসঅ্যাপে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এসেছে ‘মেসেজ ড্রাফট’। এর ফলে ব্যবহারকারীরা আনসেন্ট মেসেজ সেভ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)। প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মানব জাতির জ
কানাইঘাটে সোনালি ধানের ঘ্রাণে মাতোয়ারা কৃষকমাহবুবুর রশিদ:কানাইঘাটের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে আমনের সোনালী ধান। যতদূর চোখ যায় শুধু সো
আপনার গলার স্বরই বলে দেবে ডায়াবেটিসে আক্রান্ত কি না কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনেক কাজই ইদানীং সহজ হয়ে গেছে। সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, সেই
রেসিপি: মুগ ডালের বরফি মুগ ডাল দিয়ে তো ঝাল অনেক পদই খেয়েছেন। এবার মিষ্টি একটি পদ খেয়ে দেখুন। যা একবার খেলে, বারবার খ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়