Friday, November 20

গয়েশ্বরের মন্তব্য শুনে হেসেই কুটিকুটি হুদা


ঢাকা : রাজনৈতিক অঙ্গন থেকে ঝড়ে যাওয়ার জন্য হুদা নতুন দলের ঘোষণা দিয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে অট্টহাসিতে ফেটে পড়েন ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বলেন, ‘তাদের নেতৃত্বের কারণেই তো আজ বিএনপির এই অবস্থা। তারা বলেন আমি র্নির্মূল হয়ে যাবো!’ এর আগে শুক্রবার দুপুরে ঢাকার হোটেল ওয়েস্টিনে একটি সংবাদ সম্মেলন করে নতুন দল গঠনের ঘোষণা দেন বিএনপির সাবেক নেতা হুদা। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নতুন রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপির’ যাত্রা শুরুর ঘোষণা দেন। এই দলের প্রতীক হবে ‘ধানের ছড়া’। নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল ঘোষণার প্রসঙ্গে জানতে চাই সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নাজমুল হুদা কত দলের ঘোষণা দিয়েছেন তা তিনিও বলতে পারবেন না। আর আমার মতে, রাজনৈতিক অঙ্গনে ঝড়ে যাওয়ার জন্য নাজমুল হুদা এই ঘোষণা দিয়েছেন। কারণ সব ফুলেই মালা হয় না।’ তিনি বলেন, বিএনপি শহীদ জিয়া ও জনগণের দল। তাই কোন ষড়যন্ত্র করে বিএনপিকে কখনো বিনাশ করা যাবে।’ পরে এই বিষয়ে নাজমুল হুদার কাছে মন্তব্য চাইলে তিনি প্রথমে অট্টহাসিতে ফেটে পড়েন। এরপর বাংলামেইলকে বলেন, ‘বিএনপির সিনিয়র নেতারা যদি এ ধরনের কথা বলেন তাহলে কী বলবো। তাদের নেতৃত্বের কারণেই তো আজ বিএনপির এই অবস্থা। তারা বলেন আমি নির্মূল হয়ে যাবো!’ দলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২০১০ সালে নাজমুল হুদাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ, বাংলাদেশ মানবাধিকার পার্টি- বিএমপি নামে দল গড়ে তুলেছিলেন। সর্বশেষ ৩০টি দল নিয়ে ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে নতুন একটি মোর্চা গঠনেরও ঘোষণা দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়