Wednesday, September 23

একি কথা নারীবাদী দালাইলামার মুখে!


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: স্বঘোষিত নারীবাদী তিব্বতের দালাইলামার মুখে এ কেমন কথা! সম্প্রতি বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কোনো নারী যদি তার উত্তরসুরি হন তাহলে তাকে অবশ্যই ‘খুবই, খুবই আকর্ষণীয় হতে হবে’। আর নয়তো সে কোনো কাজে আসবে না। বিবিসির সঙ্গে ওই সাক্ষাৎকারে তিব্বতের এই আধ্যাত্মিক নেতা দশ বছর আগে এক ফরাসি সংবাদিকের সঙ্গে বলা কথারও স্মরণ করেন। সেসময় তিনি বলেছিলেন, ‘একজন নারী দালাইলামাও থাকা উচিৎ। কারণ অনুরাগ ও সমবেদনা প্রদর্শনে নারীরাই শারীরিক ও মানসিকভাবে বেশি সক্ষম। আর আমি মনে করি নারীদের উচিৎ সমাজে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা গ্রহণ করা।’ তবে তার সাম্প্রতিক মন্তব্য ২০০৯ সালের ওই মন্তব্যের সঙ্গে সাঞ্জস্যপূর্ণ নয়। সেবছর ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড গ্রহণের সময় তিনি নিজেকে নারীবাদি বলে আখ্যায়িত করেছিলেন। দালাইলামা এখন লন্ডনে নয় দিনের এক সফরে রয়েছেন। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি ইউরোপের প্রতি এশিয়া ও আফ্রিকা থেকে যাওয়া শরণার্থীদের আশ্রয়দানের আহবানও জানিয়েছেন। শরণার্থীদের ব্যক্তিগত ধর্মবিশ্বাস ইসলাম হওয়ায় তাদের প্রতি কোনো বৈষম্য না করারও আহবান জানান দালাইলামা। এছাড়া মধ্যপ্রাচ্যের সংকট নিরসণে শুধু বল প্রয়োগের নিন্দাও করেন তিনি। তিনি বলেন, ‘পশ্চিমারা যদি মধ্যপ্রাচ্য সংকট নিরসণে শান্তির পথ অনুসরণ না করে তাহলে আজ একজন বিন লাদেন তো কয়েকবছর পর দশজন বিন লাদেনের সৃষ্টি হবে। এভাবে চলতে থাকলে আরো কয়েকবছর পর একশ’ বিন লাদেনের আবির্ভাব ঘটবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়