Saturday, June 13

এবার পানির ফোঁটায় চলবে কম্পিউটার!


কানাইঘাট নিউজ ডেস্ক: এবার পানির ফোঁটায় চলবে একটি গোটা কম্পিউটার। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মনু প্রকাশ। তিনি ও তার শিক্ষার্থীরা মিলে এমন একটি কম্পিউটার বানিয়েছেন যেটি শুধু পানির ফোঁটায় চলবে। ওয়ানইন্ডিয়া নামে ভারতের একটি সংবাদ মাধ্যম সম্প্রতি জানিয়েছে, এই গবেষক এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে পানির ফোঁটায় একটি গোটা কম্পিউটার চলবে। প্রতিবেদনে জানানো হয়েছে, একটি চৌম্বকক্ষেত্র তৈরি করে তাতে পানির ফোঁটা দেওয়া হয়। চৌম্বকক্ষেত্রটি ঘুরতে শুরু করলে পানির ফোঁটাগুলোও সমদূরত্বে একই দিকে ঘুরতে থাকে। আর তা থেকে তৈরি শক্তিই আস্ত একটি কম্পিউটারকে চালনা করার ক্ষমতা রাখে। এইরকম অবস্থা আসলে ‘কম্পিউটার ক্লক’ তৈরিতে দেখা যায়। আধুনিক সিংহভাগ ইলেক্ট্রনিক্স গ্যাজেট এই কম্পিউটার ক্লকের উপর নির্ভরশীল। মনু প্রকাশের দাবি, এই কম্পিউটার কখনই ডিজিটাল কম্পিউটারের জায়গা নেবে না। বরং এটি দিয়ে পদার্থবিজ্ঞানের নানা রহস্য ভেদ করাই তাঁর লক্ষ্য। এই যুগান্তকারী আবিষ্কারের কথা বিখ্যাত ‘নেচার ফিজিক্স’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়