Sunday, June 28

কানাইঘাটে ২ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই রবিউল ইসলাম ও এস.আই মোঃ আব্দুল কাদের উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির বড়বন্দ ১ম খন্ড গ্রামে অভিযান চালিয়ে জি.আর ১৬০/২০০৬ মামলার ৫ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী বড়বন্দ ১ম খন্ড গ্রামের মৃত শামসুল হক মটরের পুত্র সায়াদ আলী (৩০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সায়াদ আলী জি.আর ৭৫/২০১৩ মামলারও ওয়ারেন্ট ভুক্ত আসামী। অপরদিকে থানার এস.আই কামাল উদ্দিন গতকাল শনিবার উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি ধনা মাটিজুরা গ্রামে অভিযান জি.আর ১৩০/২০০৭ মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ধনা মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র শাহীন মিয়া (৩৬) কে গ্রেফতার করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়