Wednesday, June 24

মোবাইল ভিজে গেলে যা করবেন


কানাইঘাট নিউজ ডেস্ক: আপনার সামান্য অসতর্কতায় হাতের মোবাইল ফোনটি পানিতে পড়ে যেতে পারে। অথবা হঠাৎ বৃষ্টিতে ভিজে যেতে পারে সেটি।ঠিকমতো পরিচর্যা না করলে পানি লেগে নষ্ট হয়ে যেতে পারে প্রিয় ফোনটি। মোবাইল ফোন পানিতে ভিজে গেলে কী করবেন তা জেনে রাখা খুব জরুরী তাই। খুলে ফেলুন ব্যাটারি আর সিম কার্ড: মোবাইল ফোন ভিজে গেলে প্রথম কাজ হচ্ছে এটির ব্যাটারি খুলে ফেলা।কারণ পানি বিদ্যুৎ পরিবাহী। ব্যাটারি খোলা না হলে শর্ট সার্কিট হতে পারে। আর তাতে সাঙ্গ হতে পারে সাধের ফোনটির জীবন।সাথে যাবে ব্যাটারিটিও। সাথে সাথে ব্যাটারি খুলে ফেললে শর্ট সার্কিটের আশংকা কমে যাবে। ব্যাটারির পাশাপাশি সেট থেকে সিম কার্ডটিও বের করে রাখা উচিত। কারণ ভিজে যাওয়া সিম কার্ডও নষ্ট হতে পারে। ঝেড়ে ফেলুন পানি: ব্যাটারি আর সিম কার্ড খুলে নেওয়ার পর সেটটি মৃদু ঝাঁকাতে পারেন।ফোনের চার্জিং পয়েন্ট, হেডফোন পয়েন্ট অথবা মেমোরি কার্ডের পয়েন্ট-এসব জায়গায় পানি ঢুকে থাকতে পারে। ঝাঁকুনিতে ওই পানির অনেকটাই বের হয়ে আসবে। যত্ন করে মুছে দিন: বাড়তি পানি ঝড়ে যাওয়ার পর টিস্যু পেপার বা নরম ও পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ফোনটি ভালো করে মুছে নিন। ব্যাটারির কেসিংটাও মুছে নিতে পারেন। প্রয়োজনে আবার কয়েকবার ঝাঁকি দিন ফোনটি। এতে এতে ভেতরে থাকা আরও কিছু পানি বের হতে পারে। এবার আবার ভালোভাবে পুরো ফোনটি মুছে পানি শুষে নিন। হেয়ার ড্রায়ারে শুকাতে পারেন পানি: হাতের কাছে হেয়ার ড্রায়ার থাকলে তার সাহায্য নিতে পারেন। ব্যাটারি ও সিম কার্ডবিহীন সেটটিতে নিরাপদ দূরত্বে রেখে হেয়ার ড্রায়ার থেকে বাতাস দিন। এতে পানি শুকিয়ে যাবে। কিন্তু হেয়ার ড্রায়ার খুব কাছে রেখে বাতাস দেবন না। তাতে গরম বাতাসে ক্ষতি হতে পারে ফোনের। আর হেয়ার ড্রায়ারে পানি শুকানোর অর্থ এই নয় যে সাথে সাথে ফোনটি ব্যবহার করা যাবে। পানি শুকানোর ১২ থেকে ২৪ ঘন্টা পর ব্যবহার করা উচিত। সবচেয়ে ভালো পরদিন সার্ভিস সেন্টারে নিয়ে ফোনটির প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়া। কাজে লাগাতে পারেন চাল থেরাপি: চাল পানি শোষণ করে। তাই মুছে নেওয়ার পর ফোনটি শুকনো চালের ভেতর রেখে দিতে পারেন। এভাবে ২৪ ঘণ্টা রাখা হলে চাল মোবাইল সেটের পুরো পানিই শুষে নেবে।তবে মাঝখানে কোনোবাবেই সুইচ অন করে দেখা যাবে না, পানি শুকিয়েছে কি না। মোবাইলে খুব সামান্য পানি ঢুকলেই কেবল এ থেরাপি কাজ করবে। ওভেন ও রোদে শুকানো যাবে না: মোবাইল পানিতে পড়ে গেলে কী কী করতে হবে, তা বলা হল এতক্ষণ। এবার বলছি কী কী করা যাবে না সেগুলোর কথা। কারণ ওই কাজগুলো করলে আপনার সেটের বারোটা বাজা কেউ ঠেকাতে পারবে না। ভেজা ফোন শুকানোর জন্য রোদে রাখা যাবে না। মাইক্রো ওভেন জাতীয় কিছুতে দিয়েও শুকানো যাবে না এ ফোন। সুইচ অন থেকে বিরত থাকুন: মোবাইল সেটের পানি শুকিয়ে গেলেও সুটি অন করা উচিত নয়। সার্ভিস সেন্টারে দেখিয়ে নিশ্চিত হয়েই কেবল অন করা উচিত ফোনটি। সার্ভিস সেন্টারে গিয়ে নিশ্চিত হন: সেটের ব্যাটারি, সিম খুলে পানি মুছে নেওয়ার অর্থ প্রাথমিক ধাক্কা সামলে নেওয়া। এবার সময় সুযোগ মতো সার্ভিস সেন্টারে গিয়ে নিশ্চিত হয়ে নিন ফোনের প্রকৃত অবস্থা।ব্র্যান্ডেড ফোন হলে তাদের নিজস্ব বা অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই ভাল হবে।এতে খরচ একটু বেশিই পড়লেও নষ্ট হবার ঝুঁকি থাকবে কম। প্রশ্ন উঠতে পারে, সার্ভিস সেন্টারেই যদি নিতে হয়, তাহলে সেটের ব্যাটারি খোলা, পানি মুছা এতসব যত্ন-আত্তি কেন। উত্তরটি সহজ। সার্ভিস সেন্টারে নেওয়ার আগ পর্যন্ত আপনি যা করবেন তা হচ্ছে রোগীকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে যাখা। যা ডাক্তার প্রকৃত চিকিৎসাটা করতে পারেন। আপনি সেটের ব্যাটারি আলাদা না করলে, পানি না মুছলে এটি সারিয়ে তোলার অযোগ্য হয়ে পড়তে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়