Wednesday, June 24

মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে স্বপ্নকে জরিমানা


গাজীপুর প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে সুপার শপ স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে মেয়াদোত্তীর্ণ খাবার ও পণ্য বিক্রি এবং বিদেশি পণ্যে আমদানিকারকের নাম ও মেয়াদ উল্লেখ না করা পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়। বুধবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। তৌহিদ বিন হাসান বলেন, “সুপার শপটির কিছু পণ্যের মেয়াদ ছিল না। এছাড়া কিছু পণ্যে মেয়াদের তারিখে কাটা-ছেড়া ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এছাড়া বিদেশি পণ্যগুলোতে আমদানিকারকের নাম ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা ও তা বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়েছে।” স্বপ্নের ওই শাখার ব্যবস্থাপক বিপুল কুমার দাস দোষ স্বীকার করেছেন জানিয়ে তিনি বলেন, “তারা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘বুঝতে পারিনি, খেয়াল করিনি। আমাদের সবগুলো পণ্য ঢাকা থেকে আনা হয়’।” এর আগে গত বছরের ২৭ অগাস্ট ফরমালিন দেওয়া মাছ রাখা এবং বিএসটিআইর অনুমোদনহীন পণ্য বিক্রি ও তার বিজ্ঞাপন প্রচার করার দায়ে স্বপ্নের গাজীপুর শাখার বিরুদ্ধে মামলা ও এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়