Sunday, May 17

চোখের মাধ্যমে আনলক করা যাবে স্মার্টফোন


তথ্য প্রযুক্তি ডেস্ক: গোপন নম্বর, প্যাটার্ন কিংবা কিবোর্ডে চাপ দিয়ে স্মার্টফোন আনলক করার ব্যবস্থা এখন পুরনো হয়ে গিয়েছে। সম্প্রতি জাপানি স্মার্টফোন নির্মাতা এনটিটি ডোকোমো নতুন এক স্মার্টফোন এনেছে, যাতে চোখের আইরিশ স্ক্যান করার জন্য পৃথক স্ক্যানার রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস। এনটিটি ডোকোমোর এনএক্স এফ-০৪কিউ মডেলের স্মার্টফোনে রয়েছে বিল্ট-ইন আইরিশ স্ক্যানার। এ স্ক্যানারের মাধ্যমে চোখ ব্যবহার করেই স্মার্টফোন আনলক করা যাবে। স্মার্টফোনটিতে রয়েছে মূলত একটি সামনের ইনফ্রারেড ক্যামেরা ও একটি ইনফ্রারেড এলইডি লাইট। এর মাধ্যমে চোখে ইনফ্রারেড রশ্মি ছোড়া হবে এবং ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্য ধারণ করা হবে। স্মার্টফোন মালিকের চোখের সঙ্গে এটি মিলে গেলেই কেবল আনলক হবে স্মার্টফোনটি। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপচালিত ডিভাইসটিতে রয়েছ ৩২ জিবি ধারণক্ষমতা, ৩ জিবি র‌্যাম ও ৫.২ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে। প্রাথমিকভাবে এনটিটি ডোকোমোর এ পণ্যটি শুধু জাপানেই পাওয়া যাবে। তবে স্যামসাং অনুরূপ বৈশিষ্ট্যের স্মার্টফোন আনার পরিকল্পনা করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়