Saturday, May 16

আ.লীগ শক্তিশালী না হলে জাতীয়তাবাদ থাকবে না


ঢাকা: আওয়ামী লীগ শক্তিশালী না হলে এদেশের বাঙালি জাতীয়তাবাদ থাকবে না বলে মন্তব্য করেছেন সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সাজেদা চৌধুরী বলেন, আওয়ামী লীগ শক্তিশালী না হলে এদেশের বাঙালি জাতীয়তাবাদ থাকবে না। বঙ্গবন্ধুর আদর্শ থাকবে না। শেখ হাসিনা না থাকলে এ আদর্শ বাস্তবায়ন করা যাবে না। তাই আমাদেরকে অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া ৯২ দিনে এই দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন, পরাজিত হয়েছেন। আদালতে আত্মসমর্পণ করে ঘরে গেছেন। তিনি পরাজিত হয়েছেন, আগামীতেও পরাজিত হবেন। তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন। শুধু ফিরে যেতে পারেনি সেই শিশু যে মায়ের কোলে পেট্রলবোমায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। ফিরতে পারেনি আমার বাসের চালক-হেলপার। আজও বার্ন ইউনিটে তাদের কান্নার আওয়াজ শোনা যায়। তিনি বলেন, ৯২ দিনে খালেদা জিয়ার আন্দোলন মানুষ প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনা বিজয়ী হয়েছেন। খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনার পতন না ঘটানো পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। কিন্তু তিনি পতন ঘটাতে না পেরে পরাজিত হয়ে আদালতে আত্মসর্মপণ করে ঘরে ফিরে গেছেন। শেখ হাসিনা জয়ী হয়েছেন। আওয়ামী লীগের এই উপদেষ্টা বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। কিন্তু সে দিন বেশি দূরে নয়, যেদিন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে অঙ্গীকার করছেন। ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, রূপকল্প-২০২১। সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি নির্বাচন থেকে প্রার্থীদের বর্জন করতে বলেছিলেন। কিন্তু তারা যদি বর্জন করতো তাহলে তাদের কাউন্সিলরা কেমনে পাস করলো। তারা মুখে বলে বর্জন আর তাদের কাউন্সিলরা শপথ গ্রহণ করেন। আপনি (বেগম জিয়া) যে নির্দেশ দেন আপনার প্রার্থীরা মানেন না। আপনার দলতো আপনারে বর্জন করেছে। শেখ হাসিনার সরকার দেশে উন্নয়ন করছেন উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়া দশবার জন্ম নিলেও হাতিরঝিল ও কুড়িল ফ্লাইওভারের মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না। শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে তাই দেশের জনগণ তার প্রার্থীকে দুই হাত ভরে দিয়েছে। দুই মেয়র প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের কাছে জনগণের যেমন প্রত্যাশা রয়েছে তেমনি দলেরও প্রত্যাশা রয়েছে। তাদের বলতে চাই আপনাদের মাথার ওপর একজন অভিভাবক রয়েছেন তিনি হলেন জননেত্রী শেখ হাসিনা। কাজেই তাদের যেমন কঠিন অন্যদিকে তেমন সহজও হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করে নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়