Thursday, May 21

১০ বিশিষ্ট ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


ঢাকা: ব্লগারসহ তিন খুন এবং বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকির ঘটনার মোটিভ ভিন্নতর মন্তব্য করে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ব্লগারসহ তিন খুন ও তাদের (বিশিষ্ট নাগরিকদের) হুমকি দেওয়ার ঘটনা রহস্যজনক। তাদের মোটিভও ভিন্নতর মনে হচ্ছে। কারণ যারা দেশের পক্ষে কথা বলছে, স্বাধীনতার পক্ষে, তাদেরকেই বেছে বেছে খুন করা হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তবে এর সঙ্গে যারাই জড়িত সে আনসারুল্লাহ বাংলা টিম হোক, নতুন আনসারুল্লাহ কিংবা আনসারুল্লাহ নামেই হোক না কেন তাদের দ্রুত ধরার চেষ্টা চলছে।’ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘সংলাপে’ সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশিষ্ট যে ১০ ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা দেওয়া হবে। শুধু তারা কেন, দেশের সব মানুষেরই নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের। এসব ঘটনা কারা ঘটাচ্ছে, কী কারণে হুমকি দিচ্ছে তা গোয়েন্দা অনুসন্ধানে জানা যাবে। প্রসঙ্গত, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা টিম-১৩। ডাকযোগে পাঠানো ইংরেজিতে লেখা একটি চিঠিতে এ হত্যার হুমকি দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়