Thursday, May 21

কানাইঘাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা দিতে না পারলে দন্ডপ্রাপ্ত আসামীকে আরো এক বছরের কারাভোগ করতে হবে। দন্ডপ্রাপ্ত আসামীর নাম-কাউসার আহমদ ওরফে কয়ছর (৩০)। সে কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের মখলিছুর রহমানের পুত্র। আদালত সূত্রে জানা যায়, ঘটনার ৫ মাস পুর্বে কাউসার আহমদ ওরফে কয়ছরের সাথে গোলাপগঞ্জ থানার সুন্দিসাইল গ্রামের মোঃ আব্দুল বাতেনের কন্যা রাজনা বেগমের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজনা বেগমকে স্বামী ও দেবর মিলে শারীরিক নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে রাজনা ৪ মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিগত ২০০৯ সালের ৩০ আগস্ট মধ্যরাতে পারিবারিক কলহের জের ধরে কাউসার স্ত্রী রাজনা বেগমকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পুকুর পাড়ের একটি ডোবায় ফেলে রাখে। খবর পেয়ে পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত রাজনার পিতা মোঃ আব্দুল বাতেন বাদী হয়ে কাউসার আহমদ ওরফে কয়ছর ও জুবেল আহমদকে আসামী করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নং-২০ (৩১-০৮-০৯)। দীর্ঘ তদন্ত শেষে কানাইঘাট থানার এস আই শংকর নন্দী মজুমদার ২০১০ সালের ৩০ এপ্রিল একমাত্র কাউসার আহমদ ওরফে কয়ছরকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং একই বছরের ১ নভেম্বর থেকে আদালত এ মামলার বিচার কার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী কাউসার আহমদ ওরফে কয়ছরকে ফৌজদারী কার্য্যবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট সুজিত কুমার বৈদ্য জানান, হত্যাকান্ডের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রাজনার স্বামী কাওসারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আসামী পক্ষে ছিলেন স্টেইট ডিফেন্স এডভোকেট তমাল চন্দ্র নাথ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়