Monday, May 25

ইত্যাদি এবার গাজীপুরে


বিনোদন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে দীর্ঘদিন থেকেই। এরই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে। এবারের পর্বে দুই অভিন্ন হৃদয় বন্ধুর বন্ধুত্বের সুবর্ণজয়ন্তী পালনের উৎসবে আমন্ত্রিত হয়ে গিয়েছিল ইত্যাদির টিম। রয়েছে উপমহাদেশের প্রথম চর্যাপদ মুখস্থকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র জাকেরুল ইসলাম কায়েসের ওপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। গানটি গেয়েছেন গাজীপুরের খ্যাতিমান শিল্পী মিনা বড়ুয়া। গাজীপুরকে ঘিরে একটি পথকবিতা পরিবেশন করেছেন এ অঞ্চলেরই জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ন নাট্যাংশ। দেশি ফলের পরিচিতি সঙ্কট, কথার লড়াই, অনুষ্ঠানের প্রচারণা ও বাস্তবতা, টিভি উপস্থাপনার ধরন, সংসারে অফিসের প্রভাব, ইন্স্যুরেন্সের সেকাল-একালসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ মে রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়