কানাইঘাট নিউজ ডেস্ক:
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা মামলায় জামিন পেলেন জাতীয় ক্রিকেটার পেসার রুবেল হোসেন। এছাড়া রুবেলকে অব্যাহতি দিয়ে আদালতে পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন হ্যাপি।
আজ রবিবার সকাল ১১টায় ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল রুবেলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ১০ হাজার টাকার বন্ডে রুবেলের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মঞ্জুর করেন তিনি।
আদালতে রুবেল ও হ্যাপি দু’জনই উপস্থিত ছিলেন।
হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার জানিয়েছেন, তিনি এজলাসে হাজির হয়ে পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের নারাজি দেন।
আজ আংশিক শুনানি শেষে বিচারক শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন ২০ মে। গত ৬ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক (ভিক্টিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক হালিমা খাতুন।
গত বছরের ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে হ্যাপি বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বছরের ১ ডিসেম্বর হ্যাপির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন রুবেল। ওই মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন নেন রুবেল।
পরে গত ৮ জানুয়ারি এ মামলায় রুবেল হোসেন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দু'দিন কারাগারে থাকার পর পুনরায় জেলা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়