ফিচার ডেস্ক:
সহজে প্রাণ যায় না বিড়ালের। এ নিয়ে গবেষেকরা দীর্ঘ দিন গবেষণা চালিয়েছেন। সম্ভবত এবার তারা রহস্যের উন্মোচন করেছেন। আর সেটা হলো ভিটামিন ডি। এই ভিটামিনটির ব্যাপক উপস্থিতির কারণেই অনেক কঠিন রোগেও বেঁচে যায় বিড়াল।
প্লস ওয়ান জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, `সূর্যকিরণ ভিটামিনের` স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বিড়াল।
ইউনিভার্সিটি অব এডিনবার্গ`স রয়্যাল স্কুল অব ভেটারিনারি স্টাডিজের গবেষকেরা গুরুতর রোগে আক্রান্ত ৯৯টি বিড়ালের রক্ত-নমুনা পরীক্ষা করে দেখেছেন, তাদের ভিটামিন ডি-এর মাত্রা অনেক বেশি। এ কারণেই মারাত্মক অসুস্থতার মধ্যেও তারা বেঁচে যায়।
ক্যান্সার, ইনফেকশন ইত্যাদি অনেক রোগ প্রতিরোধ করে ভিটামিন ডি। সূর্যকিরণ থেকে মানবদেহের ত্বক ভিটামিন ডি তৈরি করতে পারে। তবে বিড়াল তাদের খাবার থেকে তা উৎপাদন করতে পারে।
খবর বিভাগঃ
ফিচার

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়