Sunday, April 19

বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত


ঢাকা: রাজধানীর দারুসালাম থানার টেকনিক্যাল মোড়ে বাসের ধাক্কায় আবদুর রহিম চৌধুরী (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দারুসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম বলেন, রবিবার রাত ৮টার সময় রাজধানীর দারুসালাম থানার টেকনিক্যাল মোড়ে মোহনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আবদুর রহিমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত আবদুর রহিম চৌধুরী পাবনা জেলার বেড়া থানার খবির চৌধুরীর ছেলে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়