Friday, April 24

আলোচনায় আফ্রিদি


কানাইঘাট নিউজ ডেস্ক: জিততে জিততে হেরে যাওয়া এশিয়া কাপের সেই ম্যাচটা এখনো তাড়িয়ে বেড়ায় সাকিব-মাশরাফিদের। সেদিন বাংলাদেশের করা ৩২৬ রানের পাহাড় টপকাতে আফ্রিদি করেন ২৫ বলে ৫৯! বলতে গেলে তার কারণেই হেরে যায় বাংলাদেশ। আজকের টি-টোয়েন্টি ম্যাচে তিনি অধিনায়ক। তাই বাংলাদেশ দলে ম্যাচের আগে তাকে নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। পাকিস্তান দলের এমনিতে তেমন কেউ ফর্মে নেই। তবে খেলাটা যেহেতু টি-টোয়েন্টি, তাই চিন্তার যায়গা আছে অনেক। সেই চিন্তার সবচেয়ে বড় নাম আফ্রিদি। গতকাল প্রাকটিসে হিথ-স্ট্রিকের সঙ্গে মাশরাফি, তাসকিনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেছে। ডিপ মিডঅন, শর্ট লেগে ফিল্ডার রেখে তাসকিনকে বাউন্সার দেয়ার টোটকা দিতে দেখা গেছে বোলিং কোচকে। আফ্রিদিকে আটকাতে কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে হিথ স্ট্রিক কিছু বলতে চাননি। তবে ইঙ্গিত দিয়েছেন, আফ্রিদির শট খেলা আটকাতে তার দল বেশ হোমওয়ার্ক করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়