Tuesday, February 17

বহুবিবাহের পর যা হবে


কানাইঘাট নিউজ ডেস্ক: কোনো পুরুষ যদি চারজন দুস্থ নারীকে বিয়ে করেন, তাহলে ওই চার নারী একজন অভিভাবক পাবেন, যিনি তাঁদের রক্ষকের ভূমিকা পালন করবেন। বহুবিবাহের বেলায় প্রায়ই এমন ব্যাখ্যা দেওয়া হয়। বাস্তবে বহুবিবাহের ঘটনা এমন সহজ সমাধান এনে দেয় না। একাধিক বিয়ের ফলে একজন পুরুষকে স্ত্রীদের মানসিক-সামাজিক-অর্থনৈতিকসহ নানা দুর্ভোগের শিকার হতে হয়। গত বুধবার পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে এই দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য ন্যাশনাল-এ প্রকাশিত গবেষণাবিষয়ক নিবন্ধে দাবি করা হয়, একাধিক বিয়ে নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি তাঁর জীবনকে বিষিয়ে তোলে। গবেষণাটি পরিচালনা করেন শারজাহ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রানা রাদ্দাবি। তিনি এমন ১০০ জন নারীর ওপর জরিপ চালিয়েছেন, যাঁদের প্রত্যেকের স্বামী একাধিক বিয়ে করেছেন। রাদ্দাবি দেখতে পান, এসব নারীর বেশির ভাগই অবহেলিত হওয়ার ও স্বামীর অপর স্ত্রীর প্রতি হিংসাবোধ করার আবেগে তাড়িত হন। এ ধরনের আবেগ তাঁদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। ক্রমাগত মানসিক চাপে থাকতে থাকতে হতাশা ও ক্ষোভসহ মানসিক—এমনকি শারীরিক অসুস্থতাতেও ভুগতে হয় অনেককে। জরিপে দেখা যায়, কেবল মানসিক চাপই নয়, অনেক সময় একাধিক বিয়ে করা পুরুষ তাঁর সব স্ত্রী কিংবা তাঁদের পরিবারকে সমানভাবে অর্থের জোগান দেন না বা গৃহস্থালি কাজে সহযোগিতা করেন না। এ অবস্থায় এসব স্ত্রীকে তীব্র অর্থকষ্টে পড়তে হয়। ২০১০ সালে পরিচালিত মালয়েশিয়ার গ্রুপ অব সিস্টার্স ইন নামের আরেকটি দলের গবেষণায় দেখা গেছে, একাধিক বিয়ের ফলে শুধু স্ত্রীদেরই নয়, এসব পুরুষের সন্তানদেরও স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। এ গবেষণায় অংশ নেওয়া সন্তানেরা অভিযোগ করেছেন, নতুন স্ত্রী পাওয়ার পর বাবা তাঁদের অবহেলা করতে শুরু করেন। এমনও অভিযোগ উঠেছে, যেসব পুরুষের ১০-এর অধিক সন্তান রয়েছে, অনেক ক্ষেত্রে তাঁরা নিজেদের সন্তানদের চিনতে পারেন না। ওই সন্তানেরা স্কুলের ফি অথবা হাতখরচের টাকা চাইতে গেলে বাবা জানতে চান যে তাঁরা কোন স্ত্রীর সন্তান। দ্য প্রবলেমস অব পলিগামি নামে প্রকাশিত ওই নিবন্ধের লেখিকা রাফিয়া জাকারিয়া একজন পাকিস্তানি আইনজীবী। তিনি সাংবিধানিক আইন ও রাজনৈতিক দর্শন বিষয়ে শিক্ষকতা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়