Monday, November 24

বাংলাদেশকে বন্ধু বললেন মমতা


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের জনগণকে বন্ধু বলে আখ্যা দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের কোনও দেশ ও ধর্ম নেই। সোমবার কলকাতা শহরের কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি র‌্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন মমতা ব্যানার্জী। র‌্যালিতে অংশ নিয়ে মমতা বর্ধমান বিস্ফোরণ ও সারদাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী ও বন্ধু। গত শনিবার কলকাতার ইনডোর স্টেডিয়ামে বক্তব্য দিতে গিয়ে মমতা বর্ধমাণ বিস্ফোরণের সাথে বিজেপি এবং তার আদর্শগত অস্ত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) জড়িত বলে অভিযোগ করেন। গতকাল রবিবার কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটিলি মমতার এ বক্তব্যের সমালোচনা করেন। সোমবার মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বলেন, “ধমকে, চমকে লাভ নেই। আমরা সহ্য করি। কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়।” মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মিছিলে হেঁটেছেন মমতা ব্যানার্জী। তবে মোদি সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজপথে নামলেন মমতা তিনি। সারদা তদন্তে তাঁর দল যে কেন্দ্রের রাজনৈতিক চক্রান্তের শিকার সাধারণ মানুষকে তা বোঝাতে আজকের এই সভা বলে মনে করছেন রাজনৈতিক মহল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়