Sunday, November 23

কানাইঘাটে হাজারো মানুষের বিক্ষোভ: লোভাছড়া চা-বাগানের অবৈধ চুক্তিপত্র বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি


নিজস্ব প্রতিবেদক: ভারতের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ব্রিটিশ আমলের পুরণো বাংলাদেশের প্রাচীনতম কানাইঘাট লোভাছড়া চা-বাগানের কর্তৃত্ব নিয়ে বাগানের স্বত্বাধিকারী ব্রিটিশ বংশদ্ভুদ আদিবাসী বীরমুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুসন নানকা ও বাগানের একাংশের লীজ গ্রহীতা চা-কর রাগীব আলীর মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। সম্প্রতি বাগানের কর্তৃত্ব নিয়ে জেমস্ লিও ফারগুসন নানকার পরিবার ও রাগীব আলীর মধ্যে বিরোধের জের ধরে বাগানের কর্মরত রাগীব আলীর স্টাফদের বের করে দেওয়ার পর পুরো লোভাছড়া চা-বাগানটি এখন নানকার পরিবারের দখলে চলে যাওয়ায় শুরু হয়েছে পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনা। বাগানটিতে পুণরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য রাগীব আলী মনোনীত বাগানের সাবেক ম্যানেজার জহিরুল হকসহ বাদী হয়ে বাগানের স্বত্তাধিকারী জেমস্ লিও ফারগুসন নানকা ও এলাকার নিরীহ লোকজনের বিরুদ্ধে দু’টি মামলা দায়েরের ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। মামলা প্রত্যাহারের দাবীতে এবং রাগীব আলীকে ভূমি খেকো আখ্যায়িত করে তার কবল থেকে লোভাছড়া চা-বাগানটি রক্ষা করার দাবী জানিয়ে আজ রবিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা সদর, নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং থানা প্রশাসন গেরাও করে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল, মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষ। আমরা কানাইঘাট উপজেলাবাসী,কানাইঘাট মুক্তিযোদ্ধা কমান্ড, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বাসী, লোভাছড়া চা-বাগান রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত উক্ত কর্মসূচীতে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের জনতার অংশগ্রহণে মিছিল আর স্লোগানে ক্ষেপে উঠে উপজেলা সদর। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর বরাবরে স্মারকলিপি প্রদানকালে নানা শ্রেণী পেশার মানুষ তাদের বক্তব্যে বলেন, ব্রিটিশ আমল থেকে লোভাছড়া চা-বাগানটি উত্তরাধীকারী সূত্রে জেমস্ লিও ফারগুসন নানকার পরিবার সরকারী সব ধরনের বিধি বিধান মেনে ভোগ দখল করে আসছেন। প্রায় ২ হাজার একর ভূমির এ বাগানে এলাকার আপামর জনসাধারণ, গবাদি পশু পালন এবং শত শত দরিদ্র মানুষ তাদের বসতি স্থাপনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। এ ক্ষেত্র্রে নানকার পরিবারের পক্ষ থেকে তারা সব সময় সহযোগিতা ও সহমর্মিতা পেয়ে আসছেন। রাগীব আলী স্বকৌশলে বাগানের একাংশ ইজারা চুক্তির মাধ্যমে গ্রহণের পর থেকে সীমান্তবর্তী এলাকার লোকজনদের নানাভাবে হয়রাণী করে আসছেন। প্রতারণার আশ্রয় নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে বাগান থেকে নানকার পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তিনি। বাগান থেকে রাগীব আলী মনোনীত স্টাফরা বিতাড়িত হওয়ার পর বর্তমানে তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক বাগানের স্বত্বাধিকারী লক্ষীপ্রসাদ পশ্চিম ও পূর্ব ইউপির তিন বারের নির্বাচিত সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুশন নানকা ও এলাকার অসংখ্য মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কানাইঘাট বাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন। রাগীব আলীকে আর কখনো লোভাছড়া চা-বাগানে প্রবেশ করতে দেয়া হবে না এবং যেকোন মূল্যে তার অবৈধ দখলদারিত্বের হাত থেকে বাগানটিকে রক্ষা করা হবে বলে বিক্ষোভ মিছিলে আগত হাজারো মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হন। কানাইঘাটের এসব কর্মসূচী পালনের পর প্রায় অর্ধশতাধিক গাড়ীর বহর নিয়ে শত শত মানুষ নানকাসহ এলাকার নিরীহ লোকজনের বিরুদ্ধে রাগীব আলী গং কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর পক্ষ থেকে গণ স্বার সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়