Monday, October 13

বিশ্ব মহিলা ভলিবলে যুক্তরাষ্ট্রের প্রথম শিরোপা


সফিকুল হাসান সোহেল:ইটালীর মিলানে অনুষ্ঠিত টিম ইউএসএ ১২ অক্টোবর এক নতুন ইতিহাস সৃষ্ঠি করেছে। এই প্রথম বিশ্ব মহিলা ভলিবলে শিরোপা নিজের করে নিয়েছে। ফাইনালে তারা মহিলা ভলিবলের সুপার পাওয়ার চীন কে ৩-১ এ(২৭-২৫,২৫-২০,১৬-২৫,২৬-২৪) হারায়। এর ফলে প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ গোল্ড মেডেল পায় যুক্তরাষ্ট্র। এফআইভিবি ( ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ভলিবল) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপের ফাইনাল মিলানের মেডিওলানাম ফোরামে অনুষ্ঠিত হয়। ইউএস মহিলা দল এর আগে বিশ্ব ভলিবলের তিনটি শিরোপার একটিও নিজের করতে পারেনি। এর ভেতর বিশ্ব চ্যাম্পিয়নশীপ, বিশ্বকাপ এবং অলিম্পিক গেমস রয়েছে। মূলত: কিম হিল এর কারণেই এই শিরোপা যুক্তরাষ্ট্র পেয়েছে। যিনি ২০১৩এর ফেব্রুয়ারিতে মুল দলে যোগ দেন। তিনি এই প্রতিযোগিতায় বেস্ট স্পাইকার এবং মোস্ট ভেলিএবল প্লেয়ার নির্বাচিত হন। ফাইনালে একাই তিনি ২০ ম্যাচ পয়েন্ট সংগ্রহ করতে সহায়তা করেন। খেলা শেষে কিম বলেন, আমি সত্যিই সুখী এবং আমি সত্যিই এটা বিশ্বাস করতে পারছি না। এই শিরোপা ছিলো সারাপ্রাইজ আমাদের জন্য। এটা সত্যিই আনন্দদায়ক। আমরা সবাই এক সাথে রাতের খাবার খাব, পান করব এবং সবাই মিলে শিরোপা উপভোগ করব। একই দলের আলিশা গ্লাস বেস্ট সেটার নির্বাচিত হন। যুক্তরাষ্ট্র মহিলা দলের হেড কোচ কার্চ কিরালি বিশ্ব ভলিবলের চতুর্থ ব্যক্তি যিনি একই সাথে খেলোয়াড় এবং কোচ হিসেবে শিরোপা জিতেন। এই পুরুষ ভলিবল খেলোয়াড় প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে স্বর্ণ জিতেন। আমরা আসলাম প্রতিযোগিতায় এক নতুন ইতিহাস সৃষ্ঠির জন্যই। এটা ছিলো কঠিন যুদ্ধ ,বলেন তিনি। অধিনায়ক এবং মিডল ব্লকার ক্রিস্টা হারমট্টো ডায়েটজেন, যিনি ডিসেম্বরে কনুইয়ের ইনজুরিতে পরেন তিনি ফাইনালে ১৫ ম্যাচ পয়েন্ট সংগ্রহ করেন এবং সাতটি ক্রুসিয়াল ব্লক করেন। ইনজুরিতে আক্রান্ত এই সেরা প্লেয়ার এই প্রতিযোগিতায় ভাল খেলেতে পারেননি। বিশ্ব ভলিবলে তিনটি মেজর রয়েছে, এর মহিলা সংস্করণ শুরু হয় ১৯৫২ সালে। এর ভেতর যুক্তরাষ্ট্র দুটি সিলভার পায় (১৯৬৭ এবং ২০০২ সালে) এবং অলিম্পিকে তিনটি (১৯৮৪,২০০৬ এবং ২০১০এ)। অন্যদিকে চীন দুটি অলিম্পিক (১৯৮৪ এবং ২০০৪), তিনটি বিশ্বকাপ (১৯৮১, ১৯৮৫ এবং ২০০৩) এবং দুটি বিশ্ব টাইটেল (১৯৮২ এবং ১৯৮৬) জয় করে। ফাইনালে আসার পথে যুক্তরাষ্ট্রের প্রায় ৫জন তরুণী এই প্রথম কোন বিশ্ব শিরোপায় অংশ নিল। এর আগে ত সেমিতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়া এবং দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারায়।অন্যদিকে স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল ইটালীকে ৩-২ এ হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে। প্রতি ৪ বছর পর পর বিশ্ব চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। এফআইভিবির এই মেজর চ্যাম্পিয়নশীপে ৪ গ্রুপে ২৪টি দল অংশ নেয় এবার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়