Monday, September 15

বাল্যবিয়ে : শাস্তি ২ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা


সচিবালয় প্রতিবেদক : বাল্য বিয়ের ক্ষেত্রে ছেলে ও মেয়ের বয়স কমানো হচ্ছে বলে জানা গেছে। এক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে ১৬ বছর এবং ছেলেদের ক্ষেত্রে১৮ বছর করার জন্য প্রস্তাব দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা সূত্রে এ তথ্য জানাগেছে। অপরদিকে বাল্য বিবাহে সর্বোচ্চ শাস্তি দুবছর এবং ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রেখে এর ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪’ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিদ সচিব বলেন, আমাদের বাল্যবিবাহ আইনটি ১৯২৯ সালে প্রণয়ন করা। যা বিভিন্ন সময়ে সংমোধন করা হয়েচিল। বর্তমান প্রেক্সাপটে এটি পূনরায় সংমোধন না করে আইনটি নতুন করে করা হচ্ছে। আগের অইনটিতে শাস্তির পরিমাণও ছিল ১ মাসের জেল। কোনো জড়িমানার বিধান ছিল না। পরে এটি সংমোধন করে ১০ হাজার টাকা জড়িমানার বিধান রাকা হয়েছিণ। বাল্যবিবাহকারী, বিবাহ পরিচালনাকারী ও বাল্যবিবাহ অনুষ্ঠানের সঙ্গে জড়িত অভিভাবকরা এ আইনের আওতায় আসবেন বলেও জানান মোশাররাফ হোসাইন। প্রচলিত আইন অনুযায়ী ছেলে ২১ বছরের আগে ও মেয়ের ক্ষেত্রে ১৮ বছরের আগে নাবালক জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তবে আমাদের দেশের বাস্তবতার নিরিখে এ বয়স কমানো যায় কিনা, তা পর্যালোচনার জন্য বলেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪’ খসড়ায় ছেলে মেয়ের জন্য নির্ধারিত বয়স পরিবর্তন করে ছেলে ১৮ এবং মেয়ের ১৬ করার প্রস্তাব করা হয়েছে। যা সংশোধন করে আইন মন্ত্রনালয়ের ভেটিং শেষে। চুড়ান্ত অনুমোদনের জন্য আবারো মন্ত্রি সভায় আনতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়