Friday, August 15

কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম সাহাদত বার্ষিকী কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথকভাবে দিবসের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মিলাদ-মাহফিল, শিরনি বিতরণের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল ৭টায় সরকারী, আধা সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে উপজেলা পরিষদ, আওয়ামীলীগ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, পরবর্তী ইউটিডিসি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং ছাত্রনেতা আসাদ উদ্দিনের পরিচালনায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করে সমাজের সকল ক্ষেত্র্রে তার আদর্শকে লালন করে স্বপ্নের সোনার বাংলা গড়তে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, ফখর উদ্দিন শামীম, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম খোকন, ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন প্রমুখ। বাদ যুম্মা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ই আগষ্টের কাল রাত্রিতে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেরা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৩৯তম সাহাদত বার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাদ আসর কানাইঘাট বাজার জামে মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ এবং সন্ধ্যা ৬টায় পৌর কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আ’লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে ১৫ই আগস্ট উপলক্ষে কানাইঘাট ডিগ্রি কলেজের উদ্যোগে সকাল ১১টায় কলেজ অডিটোরিয়াম হলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম মামুনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক ওলিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক ময়নুল হক চৌধুরী, জগলু রহমান চৌধুরী, মোঃ তাজ উদ্দিন, কলেজ গভর্ণিং বডির সদস্য সাংবাদিক আব্দুন নুর, শিক্ষার্থী আব্দুর রহমান, রোমান আহমদ, শামীম আহমদ, আদনান। দোয়া পরিচালনা করেন, হাফিজ মোঃ জাকারিয়া। তাছাড়া গাছবাড়ী মডার্ণ একাডেমী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনুরূপ কর্মসূচী পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন