Monday, August 4

ব্রাজিলে বাংলাদেশ কোচদের প্রশিক্ষণের প্রস্তাব


স্পোর্টস রিপোর্টার,ঢাকা:বাংলাদেশের কোচদের ব্রাজিলে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোস নবরেগা। রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) এক অনুষ্ঠানে ওয়ানজা বলেন, ব্রাজিলে তোমাদের কোচদের অনুশীলনের প্রস্তাব দিতে পেরে আমরা আনন্দিত।ব্রাজিলে বাংলাদেশের ফুটবল কোচদের প্রশিক্ষণ নেয়ার এই প্রস্তাবটি দীর্ঘ সময়ের জন্য দেয়া হয়েছে বলে জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের দাবি, গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভাঙলেও ফুটবলে এখনো ব্রাজিল সবচেয়ে সফল দল। পাঁচটি বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আমেরিকার দেশটি। ব্রাজিলের ফুটবলে বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থনেও মুগ্ধ হওয়ার কথা জানান নবরেগা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়