Thursday, August 14

গোপালগঞ্জের শিপন হত্যায় ৫ জনের ফাঁসি


ঢাকা: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নওখন্ডা গ্রামের ব্যবসায়ী বিএ পরীক্ষার্থী শিপন কাজী হত্যা মামলায় পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-লেনিন শিকদার, মনির হোসেন (পলাতক), স্বপন মোল্লা ওরফে ডালিম (পলাতক), ওবায়দুল শেখ ওরফে ইবাদুল শেখ ও তপন কাজী ওরফে বাঘা। তবে খালাস পেয়েছেন বাকি ছয় জন আসামি। তারা হলেন-মোকাররম শিকদার, রেজাউল কাজী, শেখ রনি আহমেদ, অহেদুল মিনা, ফরিদ মিনা ও আহসান কাজি। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নওখন্ডা গ্রামে। মামলার অভিযোগে বলা হয়, বিএ পরীক্ষার্থী নিহত শিপন কাজীর সঙ্গে আসামি লেনিন শিকদারের ব্যবসায়িক সম্পর্ক ছিল। এছাড়া লেলিনের বোন মনিরার সঙ্গে শিপনের প্রেমের সম্পর্ক ছিল। শিপনকে পারিবারিকভাবে তার বোনকে বিয়ের প্রস্তাব দেন লেনিন শিকদার। কিন্তু ব্যবসা সংক্রান্ত টাকা পয়সার লেনদেন নিয়ে বিবাদ থাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিপন। ওই দ্বন্দ্বের জের ধরে ২০০৬ সালের ৩০ জুলাই গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন নওখন্ডা গ্রামের নওখন্ডা-জলিলপাড় কাঁচা রাস্তার ওপর শিপনকে হত্যা করে গোহালা-উজানী খালে লাশ ফেলে দেয়া হয়। পরদিন ১ আগস্ট লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের মা মরিয়ম বিবি মুকসুদপুর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ১৭ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটির বিচারকালে ট্রাইব্যুনাল মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়