Thursday, August 14

কানাইঘাটে ১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের সড়কের বাজার থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে বাজারের ব্যবসায়ীরা। জানা যায়, আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ৩টার সময় জকিগঞ্জ উপজেলার আব্দুল আলিম (২৫) নামের এক মাদক ব্যবসায়ী সড়কের বাজারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে বাজারের ব্যবসায়ীরা ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর কাছে মাদক ব্যবসায়ীকে নেয়া হলে তিনি কানাইঘাট থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ সড়কের বাজার গিয়ে আব্দুল আলিমকে ফেনসিডিলসহ থানায় নিয়ে আসেন। ১০ বোতল ফেনসিডিল আটকের বিষয়টি থানার এসআই কামাল স্বীকার করেছেন। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে ধৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়