Saturday, August 30

পঞ্চগড়ে ফারুকীর দাফন সম্পন্ন


কানিউজ ডেস্ক : জানাজার নামাজ শেষে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারী নবাবগঞ্জ গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে মরহুমের দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে আহমেদ রেজা ফারুকী জানাজার নামাজ পড়ান। এসময় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, ফারুকীর ভাই আব্দুর রউফ, ভাই মো. আব্দুল্লাহ ও মো. মাসুম, ছেলে মাসুম বিন নুর, আহমেদ ফয়সাল ফারুকী, বড়শশী ইউপি চেয়ারম্যান রিয়াজুল করিম প্রধান খোকা, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আউয়ালসহ হাজার হাজার মুসল্লি জানাজায় অংশ নেন। শনিবার ভোর ৩টা ৫৫ মিনিটে লাশবাহী গাড়িতে ফারুকীর মৃতদেহ তার গ্রামের বাড়ি নাউতারী নবাবগঞ্জে পৌঁছায়। এরপর লাশবাহী গাড়িটি সকাল থেকে নাউতারী নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা ছিল হয়। সেখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ আশপাশের জেলার শত শত মানুষ তার মৃতদেহ দেখার জন্য ভীড় করেন। তারা লাইন ধরে তার মৃতদেহ দেখেন। প্রসঙ্গত, গত বুধবার রাত সোয়া ৯টার দিকে ১৭৪ নম্বর পূর্ব রাজা বাজারের ভাড়া বাসায় চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথের’ উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়